TRENDING:

Cyclone Asani Update: ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় সবরকমের প্রস্তুতি সেরে নিল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন

Last Updated:

Cyclone Asani Update: বিশেষ নজরদারি চলছে সুন্দরবনের বিভিন্ন ব্লক জুড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani)  মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রাখল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন৷ বিশেষ করে সুন্দরবন নিয়ে বিশেষ প্রস্তুতি সেরে রাখা হল। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পি উলগানাথন বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেছেন সমস্ত আধিকারিকদের  নিয়ে৷  শুধুমাত্র সুন্দরবনের একাধিক ব্লকের জন্য তৈরি আছে ৫ টি কুইক রেসপন্স টিম। প্রতি টিমে ২০ জন করে সিভিল ডিফেন্সের কর্মী থাকবেন। এই সব টিমের কাছে বিপর্যয় মোকাবিলা করার জন্যে যাবতীয় যন্ত্রপাতি থাকবে।
 South 24 pargana is ready to combat cyclone asani with disaster management unit
South 24 pargana is ready to combat cyclone asani with disaster management unit
advertisement

এই দল থাকবে সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, গোসাবা ও কুলতলিতে। এর টিমের পাশাপাশি যোগাযোগ রাখা হচ্ছে এস ডি আর এফ ও এন ডি আর এফের সাথে৷ দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রতিটি মহকুমা ও ব্লকে থাকবে কন্ট্রোল রুম। সেখান থেকে ক্রমাগত যোগাযোগ রাখা হবে৷ বিপর্যয় মোকাবিলার প্রস্তুতিতে আগে থেকে মজুত করা হচ্ছে শুকনো খাবার, ত্রিপল, পানীয় জলের পাউচ। প্রতি ব্লকে ইতিমধ্যেই তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেচ ও বিদ্যুৎ দফতরের কর্মীদের নিয়ে প্রতিনিয়ত বৈঠক করা হয়েছে৷ বেহাল ও দুর্বল নদী বাঁধ এলাকায় সেচ দফতরের বিশেষ দল কড়া নজরদারি চালাবে৷

advertisement

আরও পড়ুন - পুষ্টি যেন কম না থাকে, সায়নীকে দেওয়া হবে দুধ ও মাংস, মলোকাই চ্যানেল জয় করে আর যা পেলেন

প্রয়োজনে জরুরি ভিত্তিতে কিছু বাঁধের মেরামত করা হচ্ছে। বিদ্যুৎ দফতরের তরফে আগে থেকেই অতিরিক্ত খুঁটি আনিয়ে রাখা হয়েছে৷ এছাড়া কথা বলা হয়েছে বিভিন্ন টেলিকম সংস্থার সাথে৷ তাদের মাধ্যমে মোবাইল টাওয়ারে জেনারেটর রাখার ব্যবস্থা করা হয়েছে। যাতে বিপর্যয় ঘটলে, বিদ্যুতের বিকল্প হিসাবে জেনারেটর ব্যবহার করা যায়।

advertisement

দক্ষিণ ২৪ পরগণা জেলা শাসক পি উলগানাথন জানিয়েছেন, সকলের সাথে বৈঠক করে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷ কন্ট্রোল রুম ২৪ ঘন্টাই খোলা থাকবে। প্রতিটি ফ্লাড সেন্টার, স্কুল পরিষ্কার পরিচ্ছন করে রাখা আছে। উপকূল এলাকায় কড়া নজরদারি চলছে। প্রয়োজন হলে সবাইকে দূরবর্তী স্থানে সরিয়ে নিয়ে আসা হবে। এখন থেকেই নামখানা, কাকদ্বীপ, সাগরে বিভিন্ন পঞ্চায়েতের তরফে চলছে মাইকিং। বিভিন্ন জায়গায় পুলিশ মাইকিং করছে। ঘূর্ণিঝড়ের সময়ে জেলাশাসক কাকদ্বীপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Asani Update: ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় সবরকমের প্রস্তুতি সেরে নিল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল