পুষ্টি যেন কম না থাকে, সায়নীকে দেওয়া হবে দুধ ও মাংস, মলোকাই চ্যানেল জয় করে আর যা পেলেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সায়নীর বাবা রাধেশ্যাম বাবু বলেন, আগামী অক্টোবর মাসেই তিনি চাকুরি থেকে অবসর নেবেন। তখন কিভাবে মেয়ে সায়নীর পাশে দাঁড়াবেন তা নিয়ে তিনি চিন্তায় রয়েছেন।
hg#পূর্ব বর্ধমান : হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলার মেয়ে সায়নী দাস। শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম মহিলা সাঁতারু যিনি এই নজির সৃষ্টি করতে পেরেছেন। এবার সেই সায়নীকে দেওয়া হবে মাদার ডেয়ারীর দুধ ও মাংস, চাকরির জন্যও মুখ্যমন্ত্রীকে জানাবেন বললেন মন্ত্রী স্বপন দেবনাথ। এদিনই সায়নীর বাবা রাধেশ্যাম দাসের অনুরোধ মেনে তিনি সায়নীর একটা সরকারি চাকরি করে দেওয়ায় ব্যাপারে আশ্বস্ত করেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষন করবেন বলেও সায়নীর পরিবারকে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রীর কাছ থেকে এই আশ্বাস পেয়ে খুশি সায়নী ও তাঁর পরিবার।
মন্ত্রী স্বপন দেবনাথ এদিন সায়নীর বাড়ি যান তাকে শুভেচ্ছা জানাতে। তখনই সায়নীকে মাদার ডেয়ারীর দুধ ও মাংস ও চাকরি দেওয়ার কথা বলেন। পাশাপাশি সায়নীর মুখ থেকে মলোকাই জয়ের গোটা কাহিনী শোনেন তিনি।
advertisement
advertisement
মন্ত্রী স্বপন দেবনাথ জানান, আগামী দিনে সায়নী যাতে সাঁতারের লড়াইয়ে শারীরিক সক্ষমতা অক্ষুন্ন রাখতে পারে তার জন্য মাদার ডেয়ারি সংস্থার তরফে সায়নীকে দুধ ও মাংস দেওয়া হবে। সায়নী মলোকাই চ্যানেল জয়ের ইতিহাস তৈরি করায় তিনি গর্বিত, গর্বিত গোটা বাংলার মানুষ। আর সায়নীর এই কৃতিত্বের জন্য সবথেকে বেশী যাঁদের আবদান তাঁরা হলেন সায়নীর বাবা রাধেশ্যাম বাবু ও মা রুপালিদেবী। সায়নীর বাবা ও মায়ের হাতেও পুষ্পস্তবক তুলে দিয়ে তিনি সম্বর্ধনা জানান। সায়নীর জন্য প্রার্থনাও করেন তিনি।
advertisement
মন্ত্রী স্বপন দেবনাথের পাশাপাশি এদিন সায়নীকে কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল ও গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর সহ অন্য বিশিষ্টজনেরা এদিন বাড়িতে গিয়ে সায়নীকে শুভেচ্ছা জানান। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারীও টুইট করে সায়নীকে শুভেচ্ছা জানিয়েছেন। বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসেসিয়েশনের সভাপতি ও সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি রামানুজ মুখোপাধ্যায় এদিন বলেন,“সায়নী অদম্য জেদী। এই কারণেই সায়নী মলোকাই জয়ের ইতিহাস সৃষ্টি করতে পেরেছে। এমনকি এই অদম্য জেদ ও মানসিক দৃঢ়তা থাকার জন্যই সয়নী সপ্তসিন্ধুও জয় করতে পারবে৷’’
advertisement
সায়নীর বাবা রাধেশ্যাম বাবু বলেন, আগামী অক্টোবর মাসেই তিনি চাকুরি থেকে অবসর নেবেন। তখন কিভাবে মেয়ে সায়নীর পাশে দাঁড়াবেন তা নিয়ে তিনি চিন্তায় রয়েছেন। সেই কথা এদিন তিনি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানান। রাজ্য সরকার যাতে সায়নীকে একটা সরকারী চাকরি দিয়ে তাঁর পাশে দাঁড়ায় সেই আবেদন তিনি মন্ত্রীর কাছে করেন। মন্ত্রী সেই ব্যাপারে আশ্বস্ত করেছেন। এই কথা শুনে যথেষ্টই খুশি রাধেশ্যাম বাবু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2022 11:05 AM IST