বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ সুরাল জানান, “বাঁকুড়া জেলা পুলিশের সাইবার ব্রাঞ্চের তরফ থেকে বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতা মূলক সেমিনারের অনুরোধ আসে, সেই প্রস্তাব আমরা তৎক্ষণাৎ গ্রহণ করি। সাইবার সচেতনতার প্রয়োজনীয়তা অপরিসীম।”
আরও পড়ুন : বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে চেন্নাই এক্সপ্রেস! রিয়েল নয়, রিল ফুটে উঠেছে শিল্পীর হাতে
advertisement
সামাজিক মাধ্যমে অজানা ব্যাক্তির বন্ধুত্বের বাড়ানো হাত এড়িয়ে চলতে হবে।না জেনে বুঝে যেকোনও লিংকে ক্লিক করা যাবে না।লোভে পড়ে টাকা গ্রহণ করার জন্য নিজের UPIদিয়ে অন্যের পাঠান স্ক্যানারে স্ক্যান করা যাবে না। এছাড়াও বহু ডিজিটাল স্ক্যাম নিয়ে কথা বলা হল এদিন। বাঁকুড়া সাইবার থানা থেকে উপস্থিত ছিলেন দুই আধিকারিক।
যুব সমাজ বুঝলেই, বুঝবে তাঁদের পরিবার। ইন্টারনেটের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দুর্বৃত্তরাও নিয়ে আসছে স্ক্যাম করবার নিত্য নতুন পদ্ধতি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেই কারণেই বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়কে নিয়ে জেলা সাইবার পুলিশের এই উদ্যোগ।
নীলাঞ্জন ব্যানার্জী