রাস্তার ধারের সরকারি গাছ কেটে বিক্রি করার চেষ্টার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানীনগর থানার কালিনগর দুই নম্বর পঞ্চায়েতের সীতানগর এলাকায় PWD রাস্তার ধারে প্রাচীন বড় পাকুড় গাছ কেটে নিয়ে চলে যাওয়ার অভিযোগ তুললেন গ্রামবাসীরা। বাকি গাছগুলিকে রক্ষার এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে সোচ্চার এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: একই এপিক নম্বরে ২ ভোটার! ভোটার তালিকা থেকে বাদ আসল ভোটার, কীভাবে সম্ভব? দায়ের অভিযোগ
এদিন গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে গাছ কাটা বন্ধ রাখতে বলা হয়েছে। পুলিশ গাড়ি দেখে পালিয়ে যায় শ্রমিকরা। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, “আমরা দেখতে পায় বহু প্রাচীন গাছ হঠাৎই কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সরকারি গাছ কীভাবে চোখের সামনে কাটা হয়। এর জন্য প্রত্যক্ষ মদত রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের। শাসকদলের মদতেই সরকারি সম্পত্তি প্রাচীন গাছ কেটে নেওয়া হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গাছ কাটা প্রতিরোধের জন্য ফরেস্ট অ্যাক্ট এ নির্দিষ্ট আইন আছে। গাছ কাটতে গেলে বন দফতর থেকে অনুমতি নিয়ে তবেই গাছ কাটা যায়। বন দফতরের অনুমতি ছাড়া কাজ কাটা অন্যায়। যদিও এই ঘটনায় রানীনগর দুই নম্বর ব্লকের বিডিও তিনি বলেন, “আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রানীনগর থানায় পুলিশকে জানাই এবং কাটা গাছের অংশ পুলিশ আটক করে। বর্তমানে গাছ কাটা বন্ধ আছে।”