ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার কিছু অংশে প্রায় ৪২ হাজার কোটি টাকার তরল সোনা(ক্রুড অয়েল ও প্রাকৃতিক গ্যাস) এর ভাণ্ডার রয়েছে বলেই সরকারিভাবে চিহ্নিত করা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য সংসদে এই আবিষ্কারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
advertisement
অশোকনগরে পাওয়া গেল খনিজ তেল
তার জবাবে ওএনজিসির পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই অশোকনগর বাইগাছি-সহ একাধিক এলাকায় তেল ও গ্যাসের ভাণ্ডার খুঁজে পাওয়া গিয়েছে। উল্লেখ্য, কয়েক বছর আগে তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অশোকনগরে ওএনজিসির প্রথম প্ল্যান্ট উদ্বোধন করেছিলেন বাইগাছিতে। এরপর একে একে আশেপাশের বিভিন্ন এলাকায়ও তরল সোনার সন্ধান মিলেছে।
তবে কেন্দ্রে এই ঘোষণার পর ওএনজিসির প্রকল্প ঘিরে আবারও যেন নতুন আশা দেখছে অশোকনগরের সাধারণ মানুষ। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, এই প্রকল্পের জন্য ৪৫ বিঘা জমি মাত্র এক টাকার বিনিময়ে রাজ্য সরকার ওএনজিসিকে দিয়েছে। রাজ্য সরকার সহ স্থানীয় প্রশাসনের তরফেও সব রকম ভাবে গুরুত্ব দিয়ে তাদের বিষয়টি দেখা হচ্ছে।
তবে ওএনজিসি যাতে দ্রুত কাজ শুরু করে, পাশাপাশি এলাকার বেকার যুবক-যুবতীদেরও যাতে কর্মসংস্থানের সুযোগ হয় সেদিকেও আবেদন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত প্রকল্পের কাজ শুরু হলে, অর্থাৎ তেল উত্তোলন শুরু হলে একদিকে যেমন এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হবে। বদলে যাবে অশোকনগরের ব্যবসায়িক অবস্থান বলেও আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার ওএনজিসি তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় এই বিপুল পরিমাণ তৈল ভান্ডার কে ঘিরে।
Rudra Narayan Roy