Success Story: রোজ ৮ ঘণ্টা কাজে ৩৫ টাকা মজুরি, মদ খাওয়ার ভয়ে যেতে চাইতেন না পার্টিতে, ২০১১ বিশ্বকাপ জয়ী দলের এই হিরো আজ কী করছেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
2011 world cup cricket: ভারতের জার্সি গায়ে বিশ্বকাপ জয়ে রেখেছিলেন বড় অবদান, কিন্তু আজ তিনি কোথায়
মুম্বই: ভারতীয় দল যখন ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল তখন সেই দলের সদস্যই শুধু ছিলেন না, দলের বিশ্বকাপ অভিযানে তাঁর অবদানও ছিল চোখে পড়ার মতো৷ তাঁর স্বভাব এবং বিনয়ী -শুরু থেকে আজও মুনাফ প্যাটেল লাইমলাইট থেকে দূরেই থাকেন। মুনাফ একজন ভীষণ সাধাসিধা মানুষ- অনেকেই তাঁকে বোকা হিসেবেও বলেন৷ তিনি এতটাই নিজের ছোটবেলার মূল্যবোধের সঙ্গে যুক্ত ছিলেন যে যিনি ম্যাচের পরের পার্টিতে যাওয়াও এড়িয়ে চলতেন যতক্ষণ না তার ঘনিষ্ঠ বন্ধু গৌতম গম্ভীর তাঁকে আশ্বস্ত করতেন যে সেখানে মদ্যপান বাধ্যতামূলক নয়। (AFP Photo)
advertisement
advertisement
মুনাফ প্যাটেলকে একসময় ভারতের দ্রুততম ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হত। তাঁর প্রতিভা চোখে পড়ার পর তাঁর নৈপুণ্যকে আরও উন্নত করার জন্য তাঁকে এমআরএফ পেস অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। তবে, ভারতে অভিষেকের কয়েক বছর আগে, মুনাফ কাঁধের চোট পেয়েছিলেন যে জন্য তাঁকে পেস ছাড়তে হয়েছিল৷ (Picture Credit: IG/munafpatel13)
advertisement
advertisement
মুনাফ একজন খুবই সাধাসিধে মানুষ- একবার একটি ম্যাচ চলাকালীন সময়ে শার্টটি প্যান্টের ভিতরে গুঁজে না রাখার জন্য ধারাভাষ্যকাররা তাঁকে কটাক্ষ করেন। যা ঘিকে বিতর্কের সূত্রপাত হয়৷ জানা যায় যে রাহুল দ্রাবিড় সেই সময় তাণকে বলেছিলেন বিক্ষোভ মেটাতে শার্টটি ভিতরে গুঁজে পরে নিতে। যুবরাজ সিং, হরভজন সিং এবং বীরেন্দ্র সেওয়াগ মুনাফের প্রতি সহানুভূতি প্রকাশ করতে একটি পদক্ষেপ নেন৷ তাঁরা বলেছিলেন যে তাঁরা পরের ম্যাচ থেকে তাঁদের শার্টও প্যান্টের ভিতরে গুঁজে পরবেন না। (Picture Credit: IG/munafpatel13)
advertisement
advertisement
মুনাফ প্যাটেলের শৈশব কেটেছে কষ্টের মধ্য দিয়ে। তাঁর বাবা অন্যের খামারে কাজ করতেন; বাড়িতে পর্যাপ্ত খাবারও থাকত না এবং নতুন পোশাক ছিল এমন একটি বিলাসিতা যা তাঁরা কেবল ঈদের সময়ই কিনতে পারতেন। সে সময়েও একটাই পোশাক হত৷ স্কুল ছুটির সময় হতাশ মুনাফ একটি টাইলস কারখানায় কাজ করত যেখানে আট ঘন্টার শিফটের জন্য সে প্রতিদিন ৩৫ টাকা পেত। (AFP Photo)
advertisement
মুনাফ প্যাটেল ক্রিকেট খেলতে চেয়েছিলেন কিন্তু তার বাবা তাকে খেলা ছেড়ে কাজ শুরু করতে বলেছিলেন। যে গ্রামে তিনি বড় হয়েছেন, সেখানকার মানুষ জানত না যে ক্রিকেট ভাল জীবনযাপনের সুযোগ করে দিতে পারে। অবশেষে, গ্রামের কেউ তাঁকে জুতা কিনতে সাহায্য করে এবং তার ক্রিকেট দলে খেলার জন্য বরোদাতে নিয়ে যায়। (Picture Credit: IG/munafpatel13)
advertisement
advertisement
মুনাফ প্যাটেলের ফর্ম এবং ফিটনেসের কারণে তিনি দলের বাইরে চলে যান কিন্তু প্রবীণ কুমারের ইনজুরির কারণে ভারতের ২০১১ বিশ্বকাপ দলে জায়গা করে নেয় এবং তাঁকে ডাকা হয়। মুনাফ টুর্নামেন্ট শেষ করেন ১১ উইকেট নিয়ে - যা প্রতিযোগিতায় ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ। ভারত বিশ্বকাপ জিতেছিল এবং মুনাফকে পরে জয়ের "অখ্যাত নায়ক" হিসেবেই থেকে যান৷ (AFP Photo)
advertisement