TRENDING:

South 24 Parganas News: ২টাকায় মিলছে মুচমুচে গরম চপ, সন্ধে হতেই ভিড় জমছে দক্ষিণ বারাসাতের এই দোকানে

Last Updated:

২টাকায় মিলছে মুচমুচে গরম চপ, সন্ধে হতেই ভিড় জমছে দক্ষিণ বারাসাতে। সারা বছর এই দোকানে চপের মূল্য একই রাখা হয়। তারা কখনই চপের দাম বাড়াতে রাজী নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা‌ : নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি দিন দিন বেড়েই চলেছে। দুর্মূল্যের বাজারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। বাজারে গেলেই টান পড়ছে পকেটে। আর এই দুর্মূল্যের বাজারে মাত্র ২ টাকায় আলুর চপ বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণ বারাসাতে রাজাপুর নস্কর পাড়ায় এক চিলতে বাড়ির মধ্যে বিকেল হলেই তেলেভাজা নিয়ে বসে পড়েন এক গৃহবধু। আলুর চপ সঙ্গে মুড়ি বিক্রি করেন। আর চপ বিক্রি করে কোনও রকমে চলে যায় তাদের সংসার।
advertisement

আরও পড়ুন: সুন্দরবনকে সুরক্ষিত করতে এবার বিএসএফের মেরিন ব্যাটেলিয়ান

২ টাকাতে সচরাচর এখন কোথাও আর চপ পাওয়া যায়না কমপক্ষে ৫টাকা কোথাও কোথাও সাত থেকে আট টাকা দাম আলুর চপের। সেখানে এই গৃহবধু ২ টাকায় চপ বিক্রি করছেন। চপপ্রেমী লোকেরা দিব্যি খুশী। কারণ ২ টাকায় তারা এই দোকানে খাঁটি সর্ষের তেলে ভাজা মুচমুচে তেলেভাজা পাচ্ছেন। আট থেকে আশি প্রায় সকলেই এই দোকানে তেলেভাজা কিনতে ভিড় করেন। দোকানে আয়ের বেশিরভাগটাই তার আসে চপ থেকে। এ ছাড়া এই দোকানে এখানে ফুলুরি ক্যাপসিকামের চপ, টম্যাটোর চপ পাওয়া যায়।

advertisement

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া রুখতে এবার চালু হল পোর্টাল

View More

সারা বছর এই দোকানে চপের মূল্য একই রাখা হয়। তারা কখনই চপের দাম বাড়াতে রাজী নয়।এ প্রসঙ্গে চপ বিক্রেতা বলে সব খরচ খরচা বাদ দিয়ে প্রায় ৩০০ – ৩৫০ টাকা লাভ থাকে প্রতিদিন। আর এই চপ বিক্রি করেই পরিবারের মুখে ফুটেছে হাসি। তার উপরেনিজের হাতে করার কারণেই যা একটু লাভ থাকে।অল্প লাভ হলেও মানুষকে ভালো কিছু খাওয়ানোর তাগিদেই এই দোকান চালাচ্ছি। দোকানে আসা ক্রেতারাও অবশ্য তার তৈরি চপ খেয়ে যথেষ্টই খুশি।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তবে তিনি যেভাবে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হচ্ছে তাতে কতদিন দিতে পারব জানিনা কিন্তু যতদিন পারব ২ টাকার বিনিময়ে আলুর চপ দিয়ে যাব।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ২টাকায় মিলছে মুচমুচে গরম চপ, সন্ধে হতেই ভিড় জমছে দক্ষিণ বারাসাতের এই দোকানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল