টিকিট কাটতে গিয়ে নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী এবং তাদের বাড়ির পরিজনেরা। বিভিন্ন হাসপাতালের মতো প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই হাসপাতালে টিকিটের দাম ধার্য করা হয়েছে দুটাকা। তবে টাকা ধার্য হওয়ায় যতটা না সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে, বেশি সমস্যায় পড়তে হয়েছে খুচরো পয়সা নিয়ে।
স্বাভাবিকভাবে খুচরো সমস্যায় হাসপাতালে আসা রোগীর পরিজনেরা। বাজারে খুচরোর অমিল, তাই নতুন করে খুচরোর সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যথেষ্ট সহযোগিতা করা হলেও কিছুটা সময় সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকেও।
advertisement
আরও পড়ুন- সুস্থ মানুষের দিনে কতবার প্রস্রাব করা উচিত?রোগের লক্ষণ বুঝবেন কীভাবে?কখন ডাক্তার দেখাবেন?
জানা গিয়েছে, বিভিন্ন সরকারি হাসপাতালের মত পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে টিকিটের দাম ধার্য করা হয়েছে দুটাকা। সেক্ষেত্রে আউটডোর চিকিৎসা করতে আসা সকলকে দু টাকা দিয়ে টিকিট কেটে তবে চিকিৎসকের কাছে যেতে পারবে। আর এতেই নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে।
২ টাকা দিতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে। কেউ দিচ্ছেন ১০ টাকা বা কুড়ি টাকা। অর্থাৎ খুচরোর সমস্যায় নাজেহাল হতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষকে। বর্তমানে স্থানীয় বাজারে কমেছে খুচরো পয়সার সংখ্যা। স্বাভাবিকভাবে এই টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে।
হাসপাতাল সূত্রে খবর, যতটা সম্ভব হাসপাতাল কর্তৃপক্ষ এই খুচরোর যোগান দিচ্ছে। তবে বেশ কিছু জায়গায় সমস্যাও সৃষ্টি হচ্ছে। আরও জানা গিয়েছে, একবার টিকিট কাটলে পরবর্তীতে টিকিট রিনিউয়াল এর ক্ষেত্রে কোনও পয়সা লাগছে না। তবে প্রতিদিন প্রায় শতাধিক মানুষ আসেন চিকিৎসা করানোর জন্য। স্বাভাবিকভাবে খুচরো পয়সা নিয়ে তাদের বেশ বেগ পেতে হচ্ছে।
রঞ্জন চন্দ