স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল এগারোটা নাগাদ নরেন্দ্রপুর থানা এলাকার শান্তি পার্কে স্থানীয় একটি মাঠে খেলতে যায় পাঁচ কিশোর৷ তখনই তারা লক্ষ্য করে, মাঠের পাশে থাকা একটি টিনের ঘরে তালা ভেঙে ঢুকছে কয়েকজন যুবক৷ কেন তালা ভেঙে ঘরে ঢোকা হচ্ছে, তা দেখতেই এগিয়ে যায় ওই পাঁচ কিশোর৷
আরও পড়ুন: স্ত্রী, মা এবং শ্যালককেও দিল্লিতে তলব, এখনই ফেরা হচ্ছে না সায়গলের
advertisement
অভিযোগ, ওই পাঁচ কিশোরকেই ঘরের সামনে থেকে ফিরে যেতে বলে অভিযুক্ত যুবকরা৷ কিন্তু তারা যেতে চায়নি৷ এর পরেই কিশোরদের লক্ষ্য করে দু'টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ৷ বোমার তীব্র শব্দ পেয়ে আশেপাশের এলাকার বাসিন্দারা বেরিয়ে আসেন৷ তখনই তাঁরা দেখেন, আহত অবস্থায় পড়ে রয়েছে কয়েকজন কিশোর৷ কেউ আবার দৌড়ে পালাচ্ছে৷ ওই সময়ই চার দুষ্কৃতী মোটরবাইকে করে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি৷
আরও পড়ুন:ছটপুজোয় 'বিহারীবাবু কোথায়' পোস্টার আসানসোলে! নজিরবিহীন তোপ ছুঁড়লেন লকেট
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ৷ যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি তারা৷ অভিযোগ, ওই ঘরের ভিতরেই বোমা মজুত করে রাখা ছিল৷ সেই বোমা নিতেই এসেছিল দুষ্কৃতীরা৷ স্থানীয়দের অনুমান, ওই পাঁচ কিশোর ভিতরে মজুত করে রাখা বোমা দেখে ফেলাতেই তাদের উপরে আক্রমণ করা হয়৷
আহত পাঁচ কিশোরকেই উদ্ধার করে প্রথমে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে তাদের এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা৷ তাঁর আশ্বাস, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে৷ কয়েকদিন আগেই উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় রেল লাইনের পাশে পড়ে থাকা বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালকের৷ এবার প্রায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল নরেন্দ্রপুরে৷
সহ প্রতিবেদন: অর্পণ মণ্ডল