TRENDING:

Crime News: অফিস টাইমে ফিল্মি কায়দায় ডাকাতি! মুখে কালো কাপড় ঢেকে সোনা দোকানে লুঠ

Last Updated:

Crime News: সোমবার সকাল ১০ টা নাগাদ হাতে বন্ধু মুখে কালো কাপড় বেঁধে তমলুকের মিলননগর বাজারে একটি সোনার দোকানে ডাকাতি করল তিন দুষ্কৃতী। আকাশে বন্দুকের গুলি ছুঁড়ে ভয় দেখিয়ে ডাকাতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: ফিল্মি কায়দায় দিনেদুপুরে মুখে কালো কাপড় ঢেকে সোনা দোকানে ডাকাতি! পুজোর মুখে দিনের আলোয় প্রকাশ্যে বন্দুক নিয়ে ডাকাতি, তমলুকে চাঞ্চল্য। সোমবার সকাল ১০ টা নাগাদ হাতে বন্ধু মুখে কালো কাপড় বেঁধে তমলুকের মিলননগর বাজারে একটি সোনার দোকানে ডাকাতি করল তিন দুষ্কৃতী। আকাশে বন্দুকের গুলি ছুঁড়ে ভয় দেখিয়ে ডাকাতি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ কচিকাঁচাদের টোটো করে স্কুলে পাঠানোর আগে সাবধান! এই ঘটনা জানলে চমকে যাবেন

গুলির শব্দে কেঁপে উঠে মিলননগর বাজার। বেশ কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে তমলুক থানা এবং কোলাঘাট থানার পুলিশ। অফিস টাইমে সকালবেলায় এমন ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী জানেন?
আরও দেখুন

গত মাসে একেবারে ফিল্মি কায়দায় ডাকাতি হয় হুগলির ডানকুনিতে। ক্রেতা সেজে দোকানের মধ্যে ঢুকেছিল পাঁচ দুষ্কৃতী। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তারা আসল রং দেখাতে শুরু করে। প্রথমে দোকানের মালিকের মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তারা। এরপরে কেড়ে নেওয়া হয় দোকানে উপস্থিত সমস্ত ক্রেতাদের মোবাইল ফোন। তারপরে দেদারে লুট চালায় তারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: অফিস টাইমে ফিল্মি কায়দায় ডাকাতি! মুখে কালো কাপড় ঢেকে সোনা দোকানে লুঠ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল