Garlic: শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী চমকে দিতে পারে

Last Updated:

Garlic Cultivation: বাঙালির রান্নাঘরের একটি উল্ল্যেখযোগ্য অংশ হল রসুন। এটি অর্থকারী ফসল হিসেবেও পরিচিত। ঔষধশিল্পে এর ভেষজ গুণাবলী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

+
রসুন

রসুন চাষ

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ গ্রীষ্ম, বর্ষা শেষে আসছে শীতের মরশুম। এই সময় জেলায় শাক-সবজির চাহিদা তুঙ্গে থাকে। তাই মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত ব্লক সাগরপাড়ায় জোরকদমে চলছে শীতকালীন রসুন লাগানোর কাজ। সাগরপাড়া থানার অন্তর্গত দেবীপুর, মহিষমারী, লক্ষ্মীনারায়ণপুর, সিপাহীরচক, বাঁশবাগান, বারোমাসিয়া এলাকায় প্রচুর পরিমাণে রসুন লাগানো হয়। বিঘার পর বিঘা জমিতে রসুন লাগাচ্ছেন চাষিরা। এই ফসল মূলত মশলা ও ঔষধ তৈরির কাজে লাগে। শীতের মরসুমে ব্যাপক ফলন হয়।
জানা গিয়েছে, কার্তিক মাসে ফসল লাগানো হয়। ফাল্গুন মাসে ফসল তোলা হয়। বিঘা প্রতি জমিতে ফসল করতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। ভাল ফলন হলে ১৫-২০ কুইন্টাল রসুন হয়। গত বছর দাম কম থাকায় ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক চাষি রসুনের চাষ করে লোকসানের মুখে পড়েছেন। তবুও এই বছর ভাল দামের আশায় রসুন লাগাচ্ছেন চাষিরা। রসুনের ফলন ভাল হলে এবং ভাল দাম পেলে লাভের মুখ দেখবেন সাগরপাড়ার চাষিরা।
advertisement
আরও পড়ুনঃ পেটের দায়ে ভিনরাজ্যে গিয়ে মর্মান্তিক পরিণতি! তামিলনাড়ুতে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু, অথৈ জলে পরিবার
বাঙালির রান্নাঘরের একটি উল্ল্যেখযোগ্য অংশ হল রসুন। এটি অর্থকারী ফসল হিসেবেও পরিচিত। ঔষধশিল্পে এর ভেষজ গুণাবলী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। জানা যাচ্ছে, রসুনে আমিষ, ক্যালসিয়াম ও অল্প পরিমাণে ভিটামিন সি থাকায় এটি হৃদরোগ, অর্শ, ক্রিমি, সর্দি, কাশি, টাইফয়েড, বাতরোগ, চর্মরোগ নিরোধে সহায়তা করে। এছাড়া ফুসফুসের রোগ, হুপিং কাশি, অন্ত্রের রোগের ক্ষেত্রেও রসুন ব্যবহৃত হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাংলা মাসের আশ্বিনের শেষ থেকে কার্তিকের শুরুর ১০ থেকে ১৫ দিন সময়ের মধ্যে রসুনের চারা রোপণ করতে হয়। এর পরে হলে রসুনের ফলন কমে যায়। সাধারনত উর্বর দোঁআশ মাটি অথবা জল ধরে রাখে না এমন গুঁড়ো মাটিতে রসুনের ফলন ভাল হয়। এছাড়া এঁটেল-দোঁ-আশ মাটিতেও রসুন হয়ে থাকে, কিন্তু এর ফলন ভাল হয় না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Garlic: শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী চমকে দিতে পারে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement