ধৃত সুব্রত সিং ও শ্রীকান্ত বাগদির বাড়ি খণ্ডঘোষের সালুনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ মে এক ব্যবসায়ীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রথমে সালুন পালপাড়া থেকে সুব্রত সিং-কে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সুব্রত সিং-কে জিজ্ঞাসাবাদ করে খণ্ডঘোষ থেকে শ্রীকান্ত বাগদি নামে আরও একজনকে গ্রেফতার করা হয় এবং তল্লাশিতে তার কাছ থেকেও দুটি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়।
advertisement
পুলিশের দাবি, ধৃতরা এই ধরনের অপরাধের সঙ্গে পূর্বেও জড়িত ছিল। তদন্তের স্বার্থে ও আরও বেশ কিছু চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে ধৃত সুব্রত সিং-কে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে খণ্ডঘোষ থানার পুলিশ। জানা গিয়েছে, ইদানিং বর্ধমান রায়না খন্ডঘোষ থানা এলাকায় মোবাইল ফোন চুরির ঘটনা বেড়ে গিয়েছে। অনেকেই মোবাইল ফোন চুরি হয়েছে বলে বিভিন্ন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন: ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসারে ভুগছেন সঞ্জয় দত্ত, কেমন আছেন ‘সঞ্জু বাবা’? বড় আপডেট দিলেন বোন প্রিয়া
জেলা পুলিশের এক আধিকারিক জানান, উন্নত প্রযুক্তির সাহায্যে চুরি করা ফোন কোথায় রয়েছে তা জানা অনেক সহজ হয়ে গিয়েছে। সে কারণে চুরি যাওয়া অনেক ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া সহজ হয়েছে। তদন্তে নেমে ফোনের টাওয়ার লোকেশন ও স্থানীয় সোর্সের ভিত্তিতে খন্ডঘোষের সালুন পালপাড়া এলাকা থেকে সুব্রত সিং নামে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়। তাকে জেরা করে খন্ডঘোষ থেকে শ্রীকান্ত বাগদি নামে আরও একজনকে গ্রেফতার করা সম্ভব হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া ছটি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। চুরি যাওয়া ফোন তারা কোথায় পাচার করতো তা জানার চেষ্টা চলছে।