জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার অন্তর্গত চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা সকালে বাড়ির ভিতরে মা ও ছেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
ঘটনার পর থেকে পলাতক নিহত মহিলার স্বামী ফিরোজ হালদার। স্থানীয় সূত্রের খবর, ফিরোজ কোনও কাজ করত না। মনোয়ারা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তার আয়ের সংসার চলত। তা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই গন্ডগোল লেগেই থাকত। গতকাল রাতেও গন্ডগোল হয়। এরপর শ্বাসরোধ করে কুপিয়ে স্ত্রী ও ছেলেকে খুন করে পালিয়ে যায় ফিরোজ।
তাকে খোঁজার জন্য শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তদন্তকারীরা জানাচ্ছেন, ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় গোটা এলাকা থমথমে। পুলিশ জানাচ্ছে, স্বামীর ভূমিকার পাশাপাশি এই পরিবারের সঙ্গে অন্য কারও শত্রুতা ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এলাকায় বর্তমানে কড়া পুলিশি পাহাড়া দেওয়া হচ্ছে। স্থানীয়রাও ভিড় জমিয়েছেন সেখানে। ঢোলাহাট থানার আইসির নেতৃত্বে এলাকায় বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছে স্থানীয়রা।