তবে শেষ রক্ষা হয়নি, চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং হাসপাতাল থেকে ডিউটি সেরে আপ ক্যানিং শিয়ালদহ লোকালে চেপে সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন মেঘা।
advertisement
আরও পড়ুনঃ ইদে রেলের দুর্দান্ত উপহার, শিয়ালদহ শাখা পেল স্পেশ্যাল ট্রেন
ট্রেন মাতলা হল্ট স্টেশনে ঢুকতেই তাঁর ফোন ছিনিয়ে নিয়ে পালায় এক দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে ছিনতাইবাজের হাত ধরে ফেলেন তিনি। বেগতিক বুঝে আরেক হাত দিয়ে মেঘার গলা চেপে ধরে অভিযুক্ত। পুরো ঘটনা সহযাত্রীরা দেখলেও কেউ তখন মেঘাকে সাহায্য করতে এগিয়ে আসেন নি।
ফলে যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষে দুষ্কৃতীর হাত ছেড়ে দেন তিনি। হাত ছাড়তেই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায় অভিযুক্ত। কিন্তু হাল ছাড়েন নি তিনি। মোবাইল উদ্ধার করতে তিনি ও চোরের পিছনে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পড়ে গিয়ে গুরুতর আহত মেঘা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
অর্পন মণ্ডল