TRENDING:

Cricket: সচিন ও অমিতাভ বচ্চনের হাত থেকে পুরস্কার পেলেন বর্ধমানের সাগর! বাংলার গর্ব এই ক্রিকেটার!

Last Updated:

Cricket: ৪৯৩ রান করে তিনি সিরিজ সেরা। সিরিজ সেরা হয়ে তিনি পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন এবং সচিন তেন্ডুলকারের হাত থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: সচিনের প্রশংসায় আপ্লুত সেরার সেরা পূর্ব বর্ধমানের মেমারীর সাগর আলি। অমিতাভ বচ্চন ও সচীন তেন্ডুলকারের হাত থেকে পুরস্কার পেলেন বর্ধমানের মেমারীর ছেলে। বাংলার ক্রিকেটার সাগর আলির জীবনটাই যেন বদলে গেল। মুম্বইয়ের মাটিতে বিপুল জনপ্রিয় একটি খেলা হল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ ( আইএসপিএল )। এই ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচে ‘মাঝি মুম্বইয়ের’ কাছে হেরে যায় ‘শ্রীনগরকে বীর’। তবে সেই হারেও উজ্জ্বল হয়ে থাকলেন বাংলার ছেলে সাগর আলি।
advertisement

৪৯৩ রান করে তিনি সিরিজ সেরা। সিরিজ সেরা হয়ে তিনি পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন এবং সচিন তেন্ডুলকারের হাত থেকে। এই বিষয়ে সাগর আলি বলেন, যার খেলা দেখে ক্রিকেট শুরু করেছিলাম তার হাত থেকে পুরস্কার পেলাম। আমার খুবই ভাল লাগছে। এটা আমার সবথেকে বড় পাওনা।বছর ২৭-এর সাগর ক্রিকেট শুরু করেছিলেন ১৪ বছর বয়সে। মেমারীর কাশিয়াড়া গ্রামের ছেলে সাগর প্রথম খেলেছিল কলকাতার বিএনআর রিক্রেয়েশন ক্লাবে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

সুযোগ পেয়েছিলেন বাংলা অনুর্ধ্ব-১৬ টিমেও। একে একে রেঞ্জার্স, ইউনিয়ন স্পোর্টিং, টাউন ক্লাব, রাজস্থানের মতক্লাবেও খেলেছেন তিনি। তবে যুবরাজ সিং এর খুব বড় ভক্ত সাগর। এই ক্রিকেট লিগে নিলামে ছয় লক্ষ টাকার বিনিময়ে সাগরকে নিয়েছিল শ্রীনগর।সিরিজ সেরা হয়ে পেয়েছেন আরও পাঁচ লক্ষ টাকা এবং একই সঙ্গে পাঁচ ম্যাচের সেরা হয়ে পেয়েছেন আরও আড়াই লক্ষ টাকা। সবই তিনি ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবেন বলে জানিয়েছেন।

advertisement

View More

আরও পড়ুন: হাতিদের কাছ থেকে দেখতে চান, তাদের সঙ্গে রাত কাটাবেন? তাহলে যেতে হবে গরুমারার এই জায়গায়

সোমবার সাগর আলি পৌঁছায় পূর্ব বর্ধমান জেলার মেমারীতে তার নিজের বাড়িতে। সেখানে কার্যত শোভা যাত্রার মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয় সাগর আলিকে। উৎসাহিত ক্রিকেটপ্রেমী তথা পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজন এবং এলাকার প্রচুর মানুষ স্বাগত জানায় তাকে। পূর্ব বর্ধমান জেলা জুড়েও সাগরকে নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে।

advertisement

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cricket: সচিন ও অমিতাভ বচ্চনের হাত থেকে পুরস্কার পেলেন বর্ধমানের সাগর! বাংলার গর্ব এই ক্রিকেটার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল