ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মহকুমার মাড়গ্রাম থানার অন্তর্গত চাঁদপাড়া গ্রামে। বৃহস্পতিবার রাতে দশমীর প্রতিমা বিসর্জনের সময় এমন ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হন ২৪ বছর বয়সী হেমন্ত বাগদি। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের যথোপযুক্ত শাস্তির দাবি করেছেন।
আরও পড়ুন: থিমের পুজোয় আলাদা চমক, দেখতে ভিড় জমালেন ভিন রাজ্যের দর্শনার্থীরাও! ছবিতে দেখুন
advertisement
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হেমন্ত বাগদি স্ত্রীকে নিয়ে প্রতিমা নিরঞ্জন দেখতে যাচ্ছিলেন। এমন সময় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুজল মার্জিত একটি শব্দবাজি হেমন্ত বাগদির মুখে ভরে দিয়ে আগুন ধরিয়ে দেয়। তখনই ওই বাজি ফেটে যায় এবং গুরুতর আহত হয় হেমন্ত বাগদি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিষিদ্ধ শব্দবাজি মুখে ভরে ফাটানো হয়েছে। যদিও পুলিশ দাবি করছে, নিষিদ্ধ শব্দবাজি নয়, অন্য কোনও বাজি হবে।
আরও পড়ুন: জেলায় প্রথম, মায়ের বিসর্জনে গঙ্গায় অভিনব প্রযুক্তি! দেখেই অবাক বাসিন্দারা, জানুন কী
ঘটনার পরিপ্রেক্ষিতে আহত হেমন্ত বাগদির স্ত্রী জানিয়েছেন, তাদের সঙ্গে কোনওরকম শত্রুতা ছিল না। হঠাৎ করে প্রতিমা বিসর্জন দেখতে যাওয়ার সময় এমন ঘটনা ঘটান ওই সিভিক ভলেন্টিয়ার। তিনি ঘটনা দেখে হতভম্ব। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের যথোপযুক্ত শাস্তি হোক এটাই চান তিনি। যদিও অভিযুক্তের দাবি, “মিথ্যা অভিযোগ, বোমা ফাটানোর সময় আমি নিষেধ করেছিলাম, যুবকের হাত থেকে বাজি ফেলে দিয়েছিলাম। পরে গিয়ে ফেটে যায়।”