IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates
হাওড়া জেলা জুড়ে ক্রিকেট প্রেমীদের এই উন্মাদানাকে আরও বাড়িয়ে দিয়েছে জেলার একটি মিষ্টির দোকান। ক্ষীরের সুদৃশ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রেপ্লিকা তৈরি করে চমক দিল উলুবেড়িয়ার কুলগাছিয়ার একটি মিষ্টির দোকান। কুলগাছিয়া স্টেশনের কাছে মিষ্টির দোকান রয়েছে অসিত বেজ ও অশোক বেজের। দোকানের ব্যস্ততার ফাঁকে নিয়মিত ফোনেই ক্রিকেট বিশ্বকাপ দেখেন অশোক বাবু ও তাঁদের দোকানের কর্মচারীরা।
advertisement
আরও পড়ুন:দুর্ঘটনায় পা হারিয়েও হার না মানা লড়াই, হাওড়ার স্বপনের জীবনযুদ্ধ অবাক করবে
ভারতীয় ক্রিকেট দল ফাইনালে উঠতেই কাপ জেতার আশায় বিশ্বকাপের রেপ্লিকা তৈরি করে ফেলেছেন অশোক বেজ। অশোক বাবু জানিয়েছেন, মূলত ক্ষীর দিয়ে এটি তৈরি করা হয়েছে। ক্ষীর দিয়ে তৈরি প্রায় দেড় ফুট উচ্চতাবিশিষ্ট রেপ্লিকা বানিয়েছেন তিনি। রবিবার ফাইনাল তার আগেই সেমিফাইনাল শেষ হতেই ক্ষীরের এই কাপ তৈরি। রাস্তার ধারে দোকানের সামনে সাজানো রয়েছে সুদৃশ্য ট্রফি।
আরও পড়ুন:সচেতনতার প্রচারের ফল! এ গ্রামে আর কেউ বাঘরোল মারেন না
আর এই ঘটনার রীতিমতো জেলা জুড়ে সাড়া ফেলেছে। আর তা দেখতেই ভিড় করছেন সকলে। তবে এই কাপ কাউকে বিক্রি করবেন না, আগেভাগেই জানিয়ে দিয়েছেন অশোক বাবু। অশোক বাবুর আশা, অষ্ট্রেলিয়াকে হারিয়ে তিনের প্রতিশোধ তেইশে নিক ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া কে হারিয়ে ওয়ার্ল্ডকাপ জয় করলে তারপরই নিজের তৈরি ওয়ার্ল্ড কাপ নিয়ে আনন্দে মেতে উঠবেন তিনি ও তাঁর সহযোগীরা।
রাকেশ মাইতি