আরও পড়ুন: চোখ থেকে গোটা শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার! অদম্য লড়াই শেষে জয়ী প্রাক্তন শিক্ষক
বাঁকুড়া জেলার এই অভিনব ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে রীতিমত দাদাগিরি দেখাতে দেখা গেল চল্লিশ ঊর্ধ্বদের। যা দেখে এলাকার দর্শকরাও ব্যাপক খুশি হয়েছেন। এই টুর্নামেন্টের অন্যতম আয়োজক হিমাংশু দাস জানান, বর্তমান মানুষ খেলাধুলো ভুলে যাচ্ছে। সবাই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। আবার খেলাধুলোয় উদ্বুদ্ধ করতেই এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ক্রীড়াপ্রেমী রাজু চৌধুরী জানান, বর্তমান প্রজন্ম ক্রমশ খেলাধুলো থেকে হারিয়ে যাচ্ছে। বয়স্করা খেলছে এটা দেখে পরবর্তী প্রজন্ম’ও উৎসাহ পাবে। এদিনের এই মজার খেলা দেখতে হাজির হয়েছিলেন বহু ক্রিকেটপ্রেমী। এদিকে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীরাও বহুদিন পর ব্যাট-বল হাতে তুলে নিতে পেরে বেশ খুশি হয়েছেন।
নীলাঞ্জন ব্যানার্জী