গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া রুরালের এসপি অফিস ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই। আনিস খানের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ঘেরাও করা হয়। সেই বিক্ষোভে কার্যত উত্তাল পরিস্থিতি তৈরি হয় হাওড়ায়। প্রশাসনের তরফ থেকে অভিযোগ করা হয় আন্দোলনকারীরা পুলিশের উপর হামলা, সরকারি সম্পতি নষ্ট ও পুলিশের কাজে বাধা দেয়। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় ১৭ জনকে।
advertisement
আরও পড়ুন: উত্তরাখণ্ডে লড়াই হাড্ডাহাড্ডি, এক্সিট পোলে খুব কাছাকাছি কংগ্রেস ও বিজেপি
হাওড়া গ্রামীন পুলিশের গ্রেফতারির পর ২৭ তারিখ প্রথম তাঁদের হাওড়া আদালতে তোলা হয়। সেই দিনের শুনানি শুরু হওয়ার পর একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২৮ তারিখ ফের শুনানি শুরু হয়। তার পর ফের শুনানি হয় ১ তারিখ। সে দিন ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত। তার পর ৪ তারিখ ফের নতুন করে শুনানি হয়। সেদিনও জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তার পর সোমবার, ৭ তারিখে ফের শুনানি হয়। সেখানেই জামিন মঞ্জুর করে আদালত।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে ফের যোগী রাজ? পঞ্জাবে কংগ্রেসকে ছাপিয়ে যেতে পারে AAP
সোমবারের শুনানিতে দেড় হাজার টাকা ব্যক্তিগত বন্ডে প্রত্যেককে জামিনে মুক্ত করা হয়। তবে সোমবার সন্ধ্যা হয়ে যাওয়ায় এই দিনই হয়ত এই ১৭ জনের মুক্তি সম্ভব নয়। মঙ্গলবার সকালে এদের জামিন দেওয়া হবে।
দেবাশিস চক্রবর্তী