TRENDING:

Minakshi Mukherjee: জামিন পেলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৭ বাম নেতা

Last Updated:

Minakshi Mukherjee: গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া রুরালের এসপি অফিস ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: ন'দিন পর জামিন পেলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ মোট ১৭ জন বাম নেতা। পড়ুয়া আনিস খানের মৃত্যু নিয়ে চলতি আন্দোলনের প্রথম সারিতে থাকা এই নেতৃত্ব স্থানীয়রা সরকারি, সম্পত্তি ধ্বংস করা, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে এদের গ্রেফতার করেছিল পুলিশ। বেশ কয়েকদিন জেলে বন্দি থাকার পর অবশেষে সোমবার মুক্তি পেলেন মীনাক্ষী-সহ বাকিরা। তবে সোমবার বিকেল হয়ে যাওয়ার এ দিন জেল থেকে বেরিয়ে আসতে পারবেন না তিনি। মঙ্গলবার সকালেই হয়ত ছাড়া পাবেন।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া রুরালের এসপি অফিস ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই। আনিস খানের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ঘেরাও করা হয়। সেই বিক্ষোভে কার্যত উত্তাল পরিস্থিতি তৈরি হয় হাওড়ায়। প্রশাসনের তরফ থেকে অভিযোগ করা হয় আন্দোলনকারীরা পুলিশের উপর হামলা, সরকারি সম্পতি নষ্ট ও পুলিশের কাজে বাধা দেয়। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় ১৭ জনকে।

advertisement

আরও পড়ুন: উত্তরাখণ্ডে লড়াই হাড্ডাহাড্ডি, এক্সিট পোলে খুব কাছাকাছি কংগ্রেস ও বিজেপি

হাওড়া গ্রামীন পুলিশের গ্রেফতারির পর ২৭ তারিখ প্রথম তাঁদের হাওড়া আদালতে তোলা হয়। সেই দিনের শুনানি শুরু হওয়ার পর একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২৮ তারিখ ফের শুনানি শুরু হয়। তার পর ফের শুনানি হয় ১ তারিখ। সে দিন ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত। তার পর ৪ তারিখ ফের নতুন করে শুনানি হয়। সেদিনও জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তার পর সোমবার, ৭ তারিখে ফের শুনানি হয়। সেখানেই জামিন মঞ্জুর করে আদালত।

advertisement

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ফের যোগী রাজ? পঞ্জাবে কংগ্রেসকে ছাপিয়ে যেতে পারে AAP

সোমবারের শুনানিতে দেড় হাজার টাকা ব্যক্তিগত বন্ডে প্রত্যেককে জামিনে মুক্ত করা হয়। তবে সোমবার সন্ধ্যা হয়ে যাওয়ায় এই দিনই হয়ত এই ১৭ জনের মুক্তি সম্ভব নয়। মঙ্গলবার সকালে এদের জামিন দেওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেবাশিস চক্রবর্তী

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minakshi Mukherjee: জামিন পেলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৭ বাম নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল