Uttarakhand Exit Poll Results: উত্তরাখণ্ডে লড়াই হাড্ডাহাড্ডি, এক্সিট পোলে খুব কাছাকাছি কংগ্রেস ও বিজেপি

Last Updated:

Uttarakhand Exit Poll Results: উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে রয়েছে মোট ৭০টি আসন। অর্থাৎ ৩৬টি আসন পেলে তবেই সেই দল রাজ্যের ক্ষমতা দখল করতে পারবে কোনও দল।

Representative Image
Representative Image
#নয়াদিল্লি: উত্তরাখণ্ডে এ বার আর সহজ জয় পাচ্ছে না বিজেপি। লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। সোমবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়েছে। সন্ধ্যে থেকে আসতে শুরু করেছে এক্সিট পোলের ফলাফল। সেই ফলাফলের উপর ভিত্তি করেই মনে করা যাচ্ছে, উত্তরাখণ্ডে এ বার লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। তবে ফল ঝুঁকে রয়েছে কংগ্রেসের দিকে।
উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে রয়েছে মোট ৭০টি আসন। অর্থাৎ ৩৬টি আসন পেলে তবেই সেই দল রাজ্যের ক্ষমতা দখল করতে পারবে কোনও দল। টাইমস নাও-ভেটো-র বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, উত্তরাখণ্ডে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, তবে ফলাফল হতে পারে হাড্ডাহাড্ডি। বিজেপি এই রাজ্যে পেতে পারে ৩৭টি আসন, কংগ্রেস পেতে পারে ৩১টি আসন, অন্যরা পেতে পারে ১টি করে দুটি আসন।
advertisement
advertisement
অন্য দিকে ইন্ডিয়া টুডে- এক্সিসের বুথ ফেরত সমীক্ষায় আরও ভাল ফল করতে দেখা গিয়েছে বিজেপিকে। এই সমীক্ষা অনুসারে উত্তরাখণ্ডে বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪০টি আসন, কংগ্রেস পেতে পারে ২০ থেকে ৩০টি আসন, বিএসপি পেতে পারে ২ থেকে ৪টি আসন, অন্যরা পেতে পারে ২ থেকে ৫টি আসন।
advertisement
তবে এবিপি সি ভোটারের সমীক্ষার ফল গিয়েছে কংগ্রেসের পক্ষে। এই সমীক্ষায় দেখা গিয়েছে, কংগ্রেস জিততে পারে ৩২ থেকে ৩৮ আসনে, বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩২ আসন, আপ পেতে পারে ০ থেকে ২টি আসন, এ ছাড়া অন্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন।
advertisement
রিপাবলিক ও পি মার্কের বুথ ফেরত সমীক্ষার ফলে দেখা গিয়েছে, উত্তরাখণ্ডে জয় পেতে পারে বিজেপি। এই সমীক্ষার ফল অনুসারে, বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৩৯ আসন। কংগ্রেস পেতে পারে ২৮ থেকে ৩৪ আসন, আপ পেতে পারে ০ থেকে ৩টি আসন, অন্যরা পেতে পারে ০ থেকে ৩টি আসন।
advertisement
জন কি বাত ও ইন্ডিয়া নিউজের ফলেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। সেখানে বলা হয়েছে বিজেপি পেতে পারে ৩২ থেকে ৪১টি আসন, কংগ্রেস পেতে পারে ৩৫ থেকে ২৭টি আসন, আপ পেতে পারে ০-১ টি আসন, বিএসপি পেতে পারে ০-১টি আসন, আর অন্যরা পেতে পারে ৩-০টি আসন।
তবে নিউজ২৪ ও টুডেজ চানক্যর বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, বিজেপি পেতে পারে ৪৩টি আসন, অর্থাৎ বিজেপি সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। এ ছাড়া কংগ্রেস পেতে পারে ২৪টি আসন ও অন্যরা পেতে পারে ৩টি আসন।
advertisement
(সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে জনমতের সম্ভাব্য ফল তুলে ধরার চেষ্টা করেছে৷ এই প্রতিবেদনে সেই পরিসংখ্যানই তথ্য আকারে তুলে ধরা হয়েছে৷ ভোটের প্রকৃত ফলের সঙ্গে যা নাও মিলতে পারে৷) 
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand Exit Poll Results: উত্তরাখণ্ডে লড়াই হাড্ডাহাড্ডি, এক্সিট পোলে খুব কাছাকাছি কংগ্রেস ও বিজেপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement