সোমনাথ ঘোষ, চাঁপদানী: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে এবার আক্রমণে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। চাঁপদানীর মনসাতলায় গণতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনের সভায় উপস্থিত ছিলেন মিনাক্ষী। দুর্গাপুরে ডাক্তারী ছাত্রীকে গণ ধর্ষনের ঘটনা প্রসঙ্গে মিনাক্ষী বলেন, “যে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে মেয়েদের রাতে বেরোনো দরকার নেই, তার মুখ্যমন্ত্রী থাকার কোন অধিকার নেই“।
advertisement
আরও পড়ুন: ফের ট্রেনে বিপদ, বর্ধমান স্টেশনে বড় দুর্ঘটনা! পড়ে গেলেন একাধিক যাত্রী, আহত অন্তত ছয়
সেই সঙ্গে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল নিয়ে তিনি বলেন, “গোটা আসানসোল দুর্গাপুর এলাকার দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবৈধ খাদান চলছে, ঝাড়খণ্ডের বর্ডার লাগোয়া এলাকায় জুয়া চলছে। মাটি, বালি পাচার করে অজয় এবং দামোদরকে নষ্ট করে দিয়েছে, অবৈধ নির্মাণ হচ্ছে। অসংখ্য স্কুল কলেজ ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে। আর পুলিশ শুধু ভাগ-বাটোয়ারাতে ব্যস্ত থাকবে“।
আরও পড়ুন: বিহারে ভোট লড়ার ছক কষে ফেলল এনডিএ, হয়ে গেল আসন সমঝোতা! কটি আসনে লড়ছেন লালু-নীতীশরা
ধর্ষণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাইরে থেকে আশা এক ছাত্রী গণধর্ষিতা হয়েছে। মেয়েটির বাবা বললেন, আমি আমার মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে চলে যাব। এটা আমাদের কাছে চরম যন্ত্রণার। মনে হল যেন মেয়েটা আমাদের বাড়িতে ছিল তাকে আমরা দেখতে পারলাম না। এটাই কি পশ্চিমবঙ্গের ভবিতব্য?“