TRENDING:

BJP: বাঁকুড়া থেকে ঘোলা, দুর্গাপুরকাণ্ডের প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির! রাজ্যের নানা প্রান্তে পদ্ম ব্রিগেডের বিক্ষোভ

Last Updated:

BJP: থানার মূল ফটকের বাইরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা মিতা চ্যটার্জী সহ অন্যান্যরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ দুর্গাপুরকাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই নিয়ে আন্দোলনে নেমেছে বিজেপি নেতৃত্ব। এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, এই দাবিতে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও, রাস্তা অবরোধ বিজেপির। এদিন বাঁকুড়ায় দেখা গেল এই ছবি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

রবিবার বাঁকুড়া শহরের পাটপুর থেকে মিছিল করে বাঁকুড়া সদর থানার সামনে পৌঁছন বিজেপির নেতা-কর্মীরা। এরপর থানার মূল ফটকের বাইরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা মিতা চ্যাটার্জী সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ বিজয়া সম্মিলনীতে মাইক হাতে গান রাজ্যের মন্ত্রীর! কর্মীদের চাঙ্গা করতে গায়কের ভূমিকায় হেভিওয়েট তৃণমূল নেতা

advertisement

বাঁকুড়া সদর থানার পাশাপাশি ঘোলা, ক্যানিং সহ রাজ্যের নানা থানার সামনে এদিন বিক্ষোভ দেখায় পদ্ম ব্রিগেড। দুর্গাপুরের ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ ঘোলা থানা ঘেরাও করা হয়। থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধও করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার ছেলে প্রাণ দিলেন দেশের জন্য! ঘরে ফিরলেন জওয়ান
আরও দেখুন

অন্যদিকে ক্যানিং ১ নম্বর মন্ডল বিজেপি আজ ক্যানিং থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল। হাতেগোনা কয়েকজন নিয়ে ক্যানিং থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। সেখানেও বেশ কিছুক্ষণ স্লোগান তুলে বিক্ষোভ দেখায় পদ্ম শিবির।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP: বাঁকুড়া থেকে ঘোলা, দুর্গাপুরকাণ্ডের প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির! রাজ্যের নানা প্রান্তে পদ্ম ব্রিগেডের বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল