রবিবার বাঁকুড়া শহরের পাটপুর থেকে মিছিল করে বাঁকুড়া সদর থানার সামনে পৌঁছন বিজেপির নেতা-কর্মীরা। এরপর থানার মূল ফটকের বাইরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা মিতা চ্যাটার্জী সহ অন্যান্যরা।
advertisement
বাঁকুড়া সদর থানার পাশাপাশি ঘোলা, ক্যানিং সহ রাজ্যের নানা থানার সামনে এদিন বিক্ষোভ দেখায় পদ্ম ব্রিগেড। দুর্গাপুরের ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ ঘোলা থানা ঘেরাও করা হয়। থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধও করা হয়।
অন্যদিকে ক্যানিং ১ নম্বর মন্ডল বিজেপি আজ ক্যানিং থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল। হাতেগোনা কয়েকজন নিয়ে ক্যানিং থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। সেখানেও বেশ কিছুক্ষণ স্লোগান তুলে বিক্ষোভ দেখায় পদ্ম শিবির।