বিজয়া সম্মিলনীতে মাইক হাতে গান রাজ্যের মন্ত্রীর! কর্মীদের চাঙ্গা করতে গায়কের ভূমিকায় হেভিওয়েট তৃণমূল নেতা

Last Updated:

Sovandeb Chattopadhyay: বিজয়া সম্মেলনীতে দলের কর্মীদের চাঙ্গা করতে গায়কের ভূমিকায় ধরা দিলেন রাজ্যের মন্ত্রী। তাঁর গানের সঙ্গে তাল মিলিয়ে উৎসাহিত তৃণমূল কংগ্রেস কর্মীরা।

বিজয়া সম্মেলনীতে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গান
বিজয়া সম্মেলনীতে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গান
খড়দহ, উত্তর ২৪ পরগনা, সুবীর দেঃ রবিবার খড়দহে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে একেবারে অন্য ভূমিকায় ধরা দিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে রাজ্যের এই দাপুটে রাজনীতিককে গায়কের ভূমিকায় দেখা গেল। তাঁর গাওয়া গানের সঙ্গে তাল মিলিয়ে উৎসাহিত দলের কর্মীরা।
এদিন উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার অন্তর্গত খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে কর্মীদের চাঙ্গা করতে গায়কের ভূমিকায় ধরা দিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কর্মীদের সামনে হাতে মাইক তুলে নিয়ে গান গাইলেন তিনি। মন্ত্রীর গানের সঙ্গে তাল মিলিয়ে উৎসাহিত তৃণমূল কংগ্রেস কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ নারী নিরাপত্তার দাবিতে থানা ঘেরাও কর্মসূচির ডাক! দুর্গাপুরকাণ্ডের পর বড় পদক্ষেপ বিজেপির
অন্যদিকে আবার ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে দেখা গেল অন্য ছবি। এদিন নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে তৃণমূলের ব্লকস্তরীয় বিজয়া সম্মিলনী আয়োজিত হয়েছিল। সেখানে প্রায় শতাধিক বিজেপি কর্মী-সমর্থক জোড়াফুল শিবিরে নাম লেখান।
advertisement
সব মিলিয়ে, এদিন রাজ্যের নানা প্রান্তে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে দেখা গেল ভিন্ন ভিন্ন নানা ছবি। কোথাও মাইক হাতে গায়কের ভূমিকায় ধরা দিলেন রাজ্যের মন্ত্রী। কোথাও আবার বিজেপি কর্মীদের যোগদানে শক্তিবৃদ্ধি করল দল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজয়া সম্মিলনীতে মাইক হাতে গান রাজ্যের মন্ত্রীর! কর্মীদের চাঙ্গা করতে গায়কের ভূমিকায় হেভিওয়েট তৃণমূল নেতা
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement