আজ সন্ধ্যার এই ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল উঠেছে। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খাইরুল ইসলামের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন আক্রান্ত সিপিএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায়। তাঁর আঘাত গুরুতর। একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন আক্রান্ত সিপিএম নেতা।
advertisement
সিপিএমের অভিযোগ, এদিন সন্ধ্যায় ভাঙরের সিপিএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায়, তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ মোল্লা সহ বেশ কয়েকজন নিউ টাউন লাগোয়া পাকাপোল বাজারে ত্রাণ সংগ্রহ করছিলেন। ওই বাজারেই তৃণমূল নেতা খাইরুল ইসলামের দলীয় কার্যালয় রয়েছে।
অভিযোগ, খাইরুল ইসলামের অনুগামী কয়েকজন কর্মী, সমর্থক এসে সিপিএম নেতাদের উপর চড়াও হন। অকথ্য গালিগালাজের পাশাপাশি কিল, চর, ঘুষি মারা হয় বলে অভিযোগ। ঘটনার পর পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।