TRENDING:

Durgapur Issue: দুর্গাপুর কাণ্ডের আঁচ সোনারপুরে! থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার, বিক্ষোভ! রাজ্যকে বড়সড় হুঁশিয়ারি

Last Updated:

BJP Protest Over Durgapur Issue: রবিবার বিকেলে সোনারপুর থানার সামনে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে প্রবল বিক্ষোভ দেখানো হয়। দুর্গাপুরে নারী নির্যাতনের ঘটনায় দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি তো ছিলই, সঙ্গে বিক্ষোভের মঞ্চ থেকে উঠল সোনারপুর জুড়ে ক্রমশ অবনতিশীল আইনশৃঙ্খলার প্রশ্নও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: দুর্গাপুর কাণ্ডের আঁচ এসে পড়ল সোনারপুরে। দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সোনারপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সরব রাজ্য বিজেপির মহিলা মোর্চা। দুর্গাপুর ইস্যুতে উত্তাল হল সোনারপুর। রবিবার বিকেলে সোনারপুর থানার সামনে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে প্রবল বিক্ষোভ দেখানো হয়। আন্দোলনকারীদের হাতে প্ল্যাকার্ড, মুখে তীব্র স্লোগান। দুর্গাপুরে নারী নির্যাতনের ঘটনায় দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি তো ছিলই, সঙ্গে বিক্ষোভের মঞ্চ থেকে উঠল সোনারপুর জুড়ে ক্রমশ অবনতিশীল আইনশৃঙ্খলার প্রশ্নও।
দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে থানা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ
দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে থানা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ
advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় প্রতিদিনই ঘটছে গণপিটুনি, চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক ঘটনা। রাস্তা কিংবা ঘরে, কোথাও মানুষ নিরাপদ নয়। তাদের বক্তব্য, পুলিশের ভূমিকা নির্লিপ্ত। সাধারণ মানুষের নিরাপত্তা বলেই কিছু আর অবশিষ্ট নেই। তাই দুর্গাপুরের ঘটনার পাশাপাশি সোনারপুরের সামগ্রিক পরিস্থিতির প্রতিবাদেও রাস্তায় নেমেছেন তারা।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি সাহসিকতার সঙ্গে জয়! ৮ জন ফাইটারকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী, রিভিউ মিটিংয়ের মঞ্চে সম্মানিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

থানার সামনে বিক্ষোভ ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও বড় কোনও অশান্তি হয়নি। মহিলা মোর্চার নেত্রীদের সতর্ক বার্তা, যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না করে, তবে তাদের প্রতিবাদ আন্দোলন আরও জোরদার করা হবে। বিজেপির দাবি, আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন প্রধান লক্ষ্য। আর সেই দাবির স্বর আরও উঁচু হবে আগামী দিনে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Issue: দুর্গাপুর কাণ্ডের আঁচ সোনারপুরে! থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার, বিক্ষোভ! রাজ্যকে বড়সড় হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল