বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় প্রতিদিনই ঘটছে গণপিটুনি, চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক ঘটনা। রাস্তা কিংবা ঘরে, কোথাও মানুষ নিরাপদ নয়। তাদের বক্তব্য, পুলিশের ভূমিকা নির্লিপ্ত। সাধারণ মানুষের নিরাপত্তা বলেই কিছু আর অবশিষ্ট নেই। তাই দুর্গাপুরের ঘটনার পাশাপাশি সোনারপুরের সামগ্রিক পরিস্থিতির প্রতিবাদেও রাস্তায় নেমেছেন তারা।
advertisement
থানার সামনে বিক্ষোভ ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও বড় কোনও অশান্তি হয়নি। মহিলা মোর্চার নেত্রীদের সতর্ক বার্তা, যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না করে, তবে তাদের প্রতিবাদ আন্দোলন আরও জোরদার করা হবে। বিজেপির দাবি, আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন প্রধান লক্ষ্য। আর সেই দাবির স্বর আরও উঁচু হবে আগামী দিনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 12, 2025 10:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Issue: দুর্গাপুর কাণ্ডের আঁচ সোনারপুরে! থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার, বিক্ষোভ! রাজ্যকে বড়সড় হুঁশিয়ারি