কলকাতা পুরসভা নির্বাচনে মহিলাদের ক্ষমতা বৃদ্ধির আভাস পাওয়া গিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায় | জেলা তৃণমূলের নেতৃত্বের দাবি, কে মেয়র হবেন বা কে প্রার্থী হবেন তা রাজ্য কমিটি ঠিক করবে | তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে চাইছেন একাধিক রাজনৈতিক দলের মুখেরা | মন্ত্রী অরূপ রায়ের তরফে মমতা জয়সওয়ালের যোগদানের বিষয় সত্যতা স্বীকার করা হয়েছে | তবে তাঁর যোগদান পুরভোটকে সামনে রেখেই বলে মানতে চাননি তিনি |
advertisement
আরও পড়ুন: 'পড়ুয়ারা অপেক্ষা করে আছে! স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কাজে ঢিলেমি নয়', বার্তা মুখ্যমন্ত্রীর...
মমতা জয়সওয়ালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দীর্ঘদিন মেয়র ছিলাম, মানুষের জন্য কাজ করেছি, সুযোগ পেলে আবার করব| তবে যোগদানের কারণ নিয়ে যা বলার তিনি যোগদানের পরেই বলবেন বলে জানিয়েছেন| জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার জেলা তৃণমূলের সদর দফতরে হবে এই যোগদান পক্রিয়া | এই বিষয়ে বামেদের দাবি, কে কোথায় থাকবেন, আর কে কোথায় যোগদান করবেন তা নিয়ে তাদের কোনও মাথা ব্যথা নেই | যিনি রাস্তায় না থেকে ক্ষমতার লোভের রাজনীতি করেন তাঁর জন্য বামেদের কোনও ক্ষতি হবে না |
Debasish Chakrabarty