TRENDING:

CPIM TMC: সিপিএমের পথে হাঁটতে গিয়ে বিপত্তি, সাসপেন্ড তৃণমূল নেতা! তুমুল শোরগোল তমলুকে

Last Updated:

CPIM TMC: পঞ্চায়েত নির্বাচনের সমস্ত পর্ব শেষ হতেই প্রতিটি রাজনৈতিক দল দলীয় শৃঙ্খলা ধরে রাখতে বদ্ধপরিকর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: সিপিআইএমের দেখান পথে হেঁটে দলবিরোধী কাজের জন্য তৃণমূলের অঞ্চল সভাপতিকে সাসপেন্ড করল শাসক দল তৃণমূল। চলতি সপ্তাহের শুরুতেই দল বিরোধী কাজের জন্য জেলা সিপিআইএম ৮ জন এরিয়া কমিটির সদস্যর পাশাপাশি তিনশোর বেশি নেতাকর্মীকে শোকজের চিঠি ধরিয়েছে। এবার সেই একই পথে হেঁটে দল বিরোধী কাজের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড হল এক নেতা। পঞ্চায়েত নির্বাচন পর্বে জেলার রাজনৈতিক সমীকরণ এলাকাভিত্তিক বদলে গিয়েছিল। কোথাও বিজেপিকে সরাসরি সমর্থন জানিয়েছে তৃণমূল। আবার কোথাও দুই ফুলে সরাসরি সমর্থন জানিয়েছিল বামের স্থানীয় নেতাকর্মীরা।
advertisement

পঞ্চায়েত নির্বাচনের সমস্ত পর্ব শেষ হতেই প্রতিটি রাজনৈতিক দল দলীয় শৃঙ্খলা ধরে রাখতে বদ্ধপরিকর। বামের পর এবার জেলা দল বিরোধী কাজের অভিযোগে পদক্ষেপ গ্রহণ করল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল দলে থেকে দল বিরোধী কাজ করা যাবে না। যারা দলে থেকে দল বিরোধী কাজ করবে তাদের দল ব্যবস্থা গ্রহণ করবে। সদ্য পঞ্চায়েত নির্বাচনে তমলুক সাংগঠনিক জেলার বিষ্ণুবাড়-২ অঞ্চল গঠনে বিজেপিকে সাহায্য করা দলের অঞ্চল সভাপতি অশোক গোস্বামীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল দল।

advertisement

আরও পড়ুন: SSC-র মেধাতালিকা প্রকাশে বড় বদল, সকলেই জানবে সকলের রেজাল্ট! সন্ধ্যায় প্রকাশ

View More

প্রসঙ্গত বিষ্ণবাড়-২ গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৪টি তৃণমূল ৩ টি আসনে, বিজেপি-৫টি আসনে, সিপিএম -৩ টি আসনে এবং নির্দল -৩ আসলে জয়ী হয়েছিল। আর পঞ্চায়েত বোর্ড গঠনের দিন, তৃণমূলের সমর্থনে বিজেপি বোর্ড গঠন করে। আর সেই বোর্ড গঠনে সাহায্য করার জন্য দলের এই সিদ্ধান্ত।

advertisement

আরও পড়ুন: সুফিয়ানের জাহাজ বাড়ি কি নিলামের পথে? তুমুল চাঞ্চল্য, নন্দীগ্রামে শুরু জোর তরজা

এ বিষয়ে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেনকুমার মহাপাত্র জানান, রাজ্য কমিটির অনুমতি অনুসারে বিষ্ণুবাড় -২ অঞ্চল সভাপতি অশোক গোস্বামীকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ডর তালিকায় আরও অনেকে রয়েছেন। রাজ্য কমিটিকে তালিকা পাঠান হয়েছে। সেই তালিকায় শিলমোহর পড়লেই আগামীদিনে তাদেরও সাসপেন্ড করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইমেল, হোয়াটসঅ্যাপের ‌যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে!
আরও দেখুন

—- Saikat Shee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM TMC: সিপিএমের পথে হাঁটতে গিয়ে বিপত্তি, সাসপেন্ড তৃণমূল নেতা! তুমুল শোরগোল তমলুকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল