Sheikh Sufiyan Nandigram: সুফিয়ানের জাহাজ বাড়ি কি নিলামের পথে? তুমুল চাঞ্চল্য, নন্দীগ্রামে শুরু জোর তরজা
- Published by:Suman Biswas
- local18
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Sheikh Sufiyan Nandigram: নন্দীগ্রামের এই জাহাজ বাড়ি নিলামে তুলবে ব্যাঙ্ক। ব্যাঙ্কের বকেয়া ঋণ না মেটানোয় শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি নিলামে তুলবে ব্যাঙ্ক, এমনই কথা রটেছে নন্দীগ্রাম জুড়ে।
নন্দীগ্রাম: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি নিলামে উঠতে চলেছে বলে যখন চর্চা শুরু হয়েছে নন্দীগ্রামে, তখন নিউজ ১৮ বাংলা-র মুখোমুখি হয়ে নন্দীগ্রামের তাবড় তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা গুজব রটানো হচ্ছে! বিষয়টি নিয়ে সমবায় ব্যাংক কর্তৃপক্ষ কোনও কিছু বলতে না চাইলেও সুফিয়ানের বিরোধী তৃণমূল গোষ্ঠীর নেতারা টিপ্পনি কাটতে ছাড়ছেন না। অন্যদিকে কটাক্ষ করছেন বিজেপি নেতৃত্বও।
নন্দীগ্রামের এই জাহাজ বাড়ি নিলামে তুলবে ব্যাঙ্ক। ব্যাঙ্কের বকেয়া ঋণ না মেটানোয় শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি নিলামে তুলবে ব্যাঙ্ক, এমনই কথা রটেছে নন্দীগ্রাম জুড়ে। রটে গিয়েছে, কন্টাই কো-অপারেটিভ ব্যাংকে ৪৯ লক্ষ টাকা ঋণ খেলাপি রয়েছে শেখ সুফিয়ানের। দীর্ঘদিন ধরে লোন না পরিশোধ করায় বেশ কয়েকবার শেখ সুফিয়ানকে নোটিস পাঠিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাতে সাড়া না মেলায় নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জাহাজ বাড়ির দখল নিতে চাইছে কন্টাই কো-অপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই জাহাজ বাড়ি মর্টগেজ রাখা আছে। টাকা পরিশোধ করার জন্য নোটিস পাঠানোর যাবতীয় প্রক্রিয়া শেষ। তাতে সাড়া দেননি তৃণমূল নেতা, তাই আইনি পথে হেঁটে এবার জাহাজ বাড়ির দখল নেওয়ার প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে খবর রটে গিয়েছে সর্বত্র।
advertisement
advertisement
এই প্রসঙ্গে শেখ সুফিয়ান বলেন, ”ব্যাঙ্ক কর্তৃপক্ষ অতিরিক্ত দু বছরের সুদ চাপিয়েছে, সেটা নিয়ে আপত্তি জানিয়েছি, ব্যাঙ্ক তার মতো করে সিদ্ধান্ত নিকস তাতে আমার কোন আপত্তি নেই। কিন্তু নিলামের বিষয়টি পুরো রটনা ছাড়া অন্য কিছু নয়।”
advertisement
এদিকে জাহাজ বাড়ির নিলামের কথা রটতেই নন্দীগ্রাম জুড়ে শুরু হয়েছে গুঞ্জন। যা নিয়ে সুফিয়ান বিরোধী তৃণমূল নেতা সাহাবুদ্দিনরা যখন টিপ্পনি কাটছেন, তখন বিষয়টি নিয়ে কটাক্ষের সুর বিজেপি নেতাদের গলায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 1:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sheikh Sufiyan Nandigram: সুফিয়ানের জাহাজ বাড়ি কি নিলামের পথে? তুমুল চাঞ্চল্য, নন্দীগ্রামে শুরু জোর তরজা