সেই কর্মসূচীর মধ্য দিয়ে রাজনৈতিক নেতাদের কাছে তাদের দাবি তুলে ধরে তাদের দলের অবস্থান সম্পর্কে জানতে চাইবেন তারা। বুধবার খাতড়ায় দলীয় কর্মসূচী সেরে মুকুটমণিপুর যাওয়ার পথে কুড়মিরা এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের গাড়ি আটকে দেয়।
আরও পড়ুন: বীরভূমে দলের মধ্যেই এ কী করলেন তৃণমূল নেতা! মারাত্মক ঘটনা, তড়িঘড়ি গ্রেফতার! তোলপাড়
advertisement
কুড়মি সম্প্রদায় তাঁর কাছে তাদের যে দাবি সেই দাবিও তুলে ধরেন। প্রায় মিনিট পনেরো ধরে আটকে রাখা হয় ওই নেতাকে৷ পরে দলীয় নেতৃত্বের সঙ্গে কুড়মি সমাজকে আদিবাসীকরণের ব্যাপারে আলোচনা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় কুড়মিরা।
আরও পড়ুন: মদন মিত্রের তোপের পরেই বিরাট পদক্ষেপ! চিকিৎসকদের জন্য বড় নির্দেশ দিল নবান্ন, এবার…
প্রসঙ্গত, গত শুক্রবার গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। ঘটনায় আগেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার, এই ঘটনায় জড়িত অভিযোগে কুড়মি সমাজের আরও এক প্রতিনিধিকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয়।