প্রায় বেশিরভাগ জায়গায় বিরোধীশূন্য হয়ে গিয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকের চোর পাহাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট ১৩ টি আসনের মধ্যে ১২ টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের মাত্র ১ টি আসনে জয় লাভ করেছিল সিপিএম।
আরও পড়ুন- টোটো চালকের সততায় টাকাভর্তি সুটকেস ফিরে পেলেন বৃদ্ধ
সিপিএম থেকে জয়ী হওয়া একমাত্র সদস্যা ছায়া বাউরী সিপিএম ছেড়ে যোগ দিল তৃণমূলে। শুক্রবার রঘুনাথপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলের যোগদান করেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি মিহির বাউরী ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরী।
advertisement
এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের দাবি , সিপিএমের জয়ী প্রার্থী নিজের ইচ্ছাতেই তৃণমূলে যোগদান করেছেন। তিনি বুঝে গিয়েছেন, তৃণমূল ছাড়া বিকল্প কিছু নেই। মানুষের জন্য উন্নয়নের কাজ করতে গেলে তৃণমূলে যোগদান করতে হবে। তিনি এখন থেকে তৃণমূলের হয়েই কাজ করবেন।
আরও পড়ুন- নোয়াপাড়া থেকে শিয়ালদহ সর্বত্র তাঁর ছোঁয়া! অরিন্দম বাবুর গল্প জানলে অবাক হবেন
সিপিএমের জয়ী হওয়া একমাত্র সদস্যা তৃণমূলের যোগ দেওয়ার ফলে এক প্রকার সিপিএম শূন্য হয়ে গেল রঘুনাথপুরের চোর পাহাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। আগামিদিনে এর প্রভাব সিপিএম দলের উপর কতখানি পড়বে তা সময় বলবে।
শমিষ্ঠা ব্যানার্জি