North 24 Pargana News: টোটো চালকের সততায় টাকাভর্তি সুটকেস ফিরে পেলেন বৃদ্ধ

Last Updated:

টোটোর সিটে ভুলবশত সুটকেস ফেলে এসেছিলেন বৃদ্ধ

+
হারানো

হারানো সুটকেস ফিরে পেলেন বৃদ্ধ

উত্তর ২৪ পরগনা: মানুষ তাড়াহুড়োতেই বেশি ভুল করেন। মৃত্যুঞ্জয়বাবুর সঙ্গেও ঘটল তেমনটাই। তাড়াহুড়োতেই তিনি করে বসলেন মারাত্মক ভুল। হাতের মিষ্টি হাতে থাকলেও, তাড়াহুড়োর জেরে বেমালুম ভুলেই গেলেন টোটোর সিটে রাখা সুটকেসের কথা। যাত্রীকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে টোটো চালকও নিজের ভাড়া নিয়ে ফিরে আসলেন টোটো স্ট্যান্ডে। কিন্তু তখনও যে সিটে রয়ে গিয়েছে যাত্রীর ফেলে যাওয়া সুটকেস, তা বুঝতেই পারেননি টোটো চালক।
অন্যদিকে, সুটকেস হারিয়ে দিশেহারা অবস্থা বছর ৬৫-র মৃত্যুঞ্জয়বাবুর। সুটকেসের চিন্তায় তখন কপালের ঘাম দরদর করে পড়ছে পায়ে। সুটকেসের ভেতরেই ছিল গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকের পাস বই-সহ প্রায় ৩০ হাজার টাকা। দিশেহারা অবস্থায় বনগাঁ স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ডে গিয়ে বিষয়টি জানান সুটকেস হারানো বনগাঁর বাসিন্দা মৃত্যুঞ্জয় চৌধুরী। সেখানে বৃদ্ধ মৃত্যুঞ্জয় বাবুর এই পরিস্থিতি দেখে টোটো চালকরাই তৎপর হন। দ্রুত বিষয়টি জানানো হয় বনগাঁ মতিগঞ্জ ই-রিক্সা ইউনিয়নে। এরপর নিজেদের মধ্যেই যোগাযোগ করে ইউনিয়নের তরফ থেকে খবর দেওয়া হয়, বৃদ্ধ মৃত্যুঞ্জয় বাবুর হারানো সুটকেসটি পাওয়া গিয়েছে। শুনে দ্রুত ছুটে আসেন তিনি। এরপরই, টোটো চালকের ইউনিয়নে জমা দেওয়া সুটকেসটি তুলে দেওয়া হয় মালিকের হাতে। নিজের ভুলবশত হারানো সুটকেস ফিরে পেয়ে সকলকে ধন্যবাদ জানান মৃত্যুঞ্জয় চৌধুরী। পাশাপাশি, টোটো চালকের সততার বিষয়টিও তুলে ধরেন তিনি। গুরুত্বপূর্ণ নথিপত্র-সহ টাকা ফিরে পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই বৃদ্ধ। ইউনিয়নের তরফ থেকে  সম্পাদক উত্তম দত্ত জানান, এভাবে মানুষের পাশে থাকতে পেরে তারাও খুশি।
advertisement
Rudra Narayan Roy
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargana News: টোটো চালকের সততায় টাকাভর্তি সুটকেস ফিরে পেলেন বৃদ্ধ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement