হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক মন্ডলের নির্বাচনে ১২ আসন। এই সমবায় নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে প্রগতিশীল মোর্চার প্রার্থীরা যৌথভাবে ১২ টি আসনের লড়াই করে। ভোট দানের পর বিকেলে ফলাফলে দেখা যায় শাসকদলের বিরুদ্ধে প্রগতিশীল মোর্চার প্রার্থীরা জয়ী হয়েছে। এই জোট ১১ টি আসনে জয় লাভ করে। রাজ্যের শাসক দ মাত্র একটি আসলে জয় লাভ করে। রাম বাম জোট প্রগতিশীল উন্নয়ন নামে এই সমবায় বোর্ড গঠন করবে বলে জানান জয়ী প্রার্থীরা।
advertisement
আরও পড়ুন: CPIM-এর মনোরঞ্জন পাত্র, BJP-র বিশ্বজিৎ কুণ্ডু, অভিষেকের বিস্ফোরক মন্তব্যে শোরগোল
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হিজলবেড়িয়া অঞ্চলে এই সমবায় সমিতির যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমানত ও সিএসপি সুবিধা রয়েছে। এই সমবায় এতদিন বামেদের দখলে ছিল। এবারে বারটি আসনের লড়াইতে মূলত শাসক দল তৃণমূল বিরুদ্ধে, বিজেপি ও ও ব্রামফ্রন্টের প্রার্থীরা জোট বেঁধে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করছিল।
আরও পড়ুন: '২৪ ঘণ্টায় বহিষ্কার', বিরাট চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! কার উদ্দেশ্যে বার্তা? দলে কাঁপন শুরু
সকাল দশটা থেকে শুরু ভোটগ্রহণ। দুপুর দুটো পর্যন্ত চলে ভোট গ্রহণ। তারপর ভোট গণনারপর ফলাফলে এই সমবায় নির্বাচনে শাসকদলকে টেক্কা দেয় প্রগতিশীল জটিল প্রার্থীরা। পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের মতে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের এই জয় বাড়তি অক্সিজেন দেবে।
----Saikat Shee