সিবিআই সূত্রে জানা গিয়েছে, সদ্যই মা মারা গিয়েছে, বাবা অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে। ফলে মানসিক এবং শারীরিকভাবে সাংঘাতিকরকমের বিপর্যস্ত মেয়ে সুকন্যা মণদল। তাই এ দিন তিনি কথা বলতে চাননি। সিবিআই সূত্রে জানা গিয়েছে সুকন্যা বলেন, 'আমার শরীর ভাল নেই। সদ্য মাকে হারিয়েছি। মানসিকভাবেও আমি বিপর্যস্ত। আমি এখন কথা বলতে পারব না।' এরপরেই সিবিআই আধিকারিকরা ফের গেস্টহাউজে ফিরে যান।
advertisement
আরও পড়ুন: কোথা থেকে এল কেষ্ট-কন্যা সুকন্যার বিপুল সম্পত্তি? জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে সিবিআই
প্রসঙ্গত, সুকন্যা মণ্ডলের নামে এবং অনুব্রত মণ্ডলের অন্যান্য বেশ কয়েকজন আত্মীয়ের নামে বহু সম্পত্তির হদিস মিলেছে। সেই সম্পত্তির বিষয়ে জানতেই এ দিন সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই। কোথা থেকে এল সুকন্যা মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি? টাকার উৎস কী? তারই হদিস পেতে অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআইয়ের তিন আধিকারিক।
আরও পড়ুন: জেলে পার্থর কাছে পৌঁছে গেল ইডি, নতুন কোনও রহস্য! এমনকী ফাঁস করলেন অর্পিতা?
এ দিন অনুব্রত মণ্ডলের বাড়িতে মাত্র ১০ মিনিট ছিলেন তদন্তকারী আধিকারিকরা। তারপরেই তাঁরা বেরিয়ে যান। সূত্রের খবর, সিবিআই কর্তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি অনুব্রত মণ্ডলের মেয়ে পেশায় শিক্ষিকা সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, একজন শিক্ষিকা কীভাবে বিপুল সম্পত্তির অধিকারী হলেন, অর্থাৎ তাঁর আয় এবং ব্যয়ের সামঞ্জস্য নিয়েই উৎসুক সিবিআই। আর তা নিয়েই চোখা চোখা প্রশ্ন নিয়ে কেষ্ট'র বাড়িতে পৌঁছেছিলেন এক মহিলা আধিকারিক-সহ তিন সিবিআই আধিকারিক। কিন্তু সুকন্যা মণ্ডল এ দিন তাঁদের সঙ্গে কথা বলতে চাননি। ফলে তাঁর সঙ্গে কথা বলতে পারেননি সিবিআই কর্তারা।