Anubrata Mondal|| কোথা থেকে এল কেষ্ট-কন্যা সুকন্যার বিপুল সম্পত্তি? জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে সিবিআই

Last Updated:

CBI reached Bolpur house to interrogate her Daughter Sukanya Mondal: অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআইয়ের ৩  আধিকারিক। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের একমাত্র মেয়ে পেশায় শিক্ষিকা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই কর্তারা। 

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই।
অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই।
#বোলপুর: কোথা থেকে এল সুকন্যা মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি? টাকার উৎস কী? তারই হদিস পেতে অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন এক মহিলা আধিকারিক-সহ সিবিআইয়ের তিন আধিকারিক। এ দিন অনুব্রত মণ্ডলের বাড়িতে মাত্র কিছুক্ষণই ছিলেন তদন্তকারী আধিকারিকরা। তারপরেই তাঁরা বেরিয়ে যান। সূত্রের খবর, সিবিআই কর্তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি অনুব্রত মণ্ডলের মেয়ে পেশায় শিক্ষিকা সুকন্যা মণ্ডল। শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত বলে দাবি করেন। এরপরেই কেষ্ট মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে গেস্ট হাউজে ফিরে যান তিন আধিকারিক।
সূত্রের খবর, সুকন্যা মণ্ডলের নামে এবং অনুব্রত মণ্ডলের অন্যান্য বেশ কয়েকজন আত্মীয়ের নামে বহু সম্পত্তির হদিস মিলেছে। সেই সম্পত্তির বিষয়ে জানতেই এ দিন সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই। একজন শিক্ষিকা কীভাবে এই বিপুল সম্পত্তির অধিকারী হলেন, অর্থাৎ তাঁর আয় এবং ব্যয়ের সামঞ্জস্য নিয়েই উৎসুক সিবিআই। আর তা নিয়েই চোখা চোখা প্রশ্ন নিয়ে কেষ্ট'র বাড়িতে পৌঁছেছিলেন এক মহিলা আধিকারিক-সহ তিন সিবিআই আধিকারিক। কিন্তু সুকন্যা মণ্ডল এ দিন তাঁদের সঙ্গে কথা বলতে চাননি।
advertisement
আরও পড়ুন: সুকন্যাকে জেরা করতে অনুব্রতর বাড়িতে CBI, বেরিয়ে এলেন মাত্র ১০ মিনিটেই! বাড়ছে রহস্যে
প্রসঙ্গত, আজ অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অর্থাৎ CA-কে তলব করে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এ দিন সকালে কলকাতা থেকে সিবিআইয়ের একটি দল শান্তিনিকেতনের পূর্বপল্লির গেষ্ট হাউসে পৌঁছন। সেখানে সকালেই ডেকে পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।
advertisement
advertisement
আরও পড়ুন: বোলপুর পৌঁছেই তৎপর CBI, অনুব্রতর CA-কে জিজ্ঞাসাবাদ, তলব ২ ব্যাঙ্ক আধিকারিককে
সিবিআই সূত্রে খবর, সিএ-কে জিজ্ঞাসাবাদ থেকে মেলা তথ্যের ওপরে ভিত্তি করে ২ ব্যাঙ্ক আধিকারিককে তলব করা হয়েছে। CA-র বক্তব্যের সঙ্গে ব্যাঙ্কের নথি মিলিয়ে দেখা হবে। পাশাপাশি, বোলপুরের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কেও হানা দিয়েছেন CBI আশিকারিকরা। অনুব্রতর বাড়ির কাছেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে পৌঁছে গিয়েছেন তাঁরা। ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal|| কোথা থেকে এল কেষ্ট-কন্যা সুকন্যার বিপুল সম্পত্তি? জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে সিবিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement