জেলে পার্থর কাছে পৌঁছে গেল ইডি, নতুন কোনও রহস্য! এমনকী ফাঁস করলেন অর্পিতা?

Last Updated:

SSC Scam: এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল ইডি৷

পার্থকে আরও ঘিরে ধরছে ইডি
পার্থকে আরও ঘিরে ধরছে ইডি
#কলকাতা: এবার জেলের মধ্যে বসেই ইডি জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মঙ্গলবারই আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে এসএসসি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়কে টানা ৫ ঘণ্টা জেরা করেছে ইডি। সেই সূত্রে আরও বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে ইডি-র। এবার সেই তথ্যগুলির উপর ভিত্তি করে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করছে ইডি।
জানা গিয়েছে, বুধবার তিন জন ইডি আধিকারিক গিয়েছেন প্রেসিডেন্সি জেলে। অর্পিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এদিন পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করা হচ্ছে বলে খবর। পার্থকে জেরা করে নতুন কোনও তথ্য হাতে আসে কিনা, সেটাই এখন দেখার। সূত্রের খবর, পাচার ও এসএসসি দুর্নীতি মামলার তদন্তে গতি আনতে তৎপর ইডি।
গড়া হচ্ছে ১০টি দল।
advertisement
advertisement
ইডি-র এই এই নতুন দলে থাকতে চলেছে দিল্লি ও পাশের রাজ্য থেকে আনা অফিসাররা। মঙ্গলবার এই রাজ্যে চলা মামলাগুলো নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ইডি আধিকারিকরা। তাতে টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।
advertisement
এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল ইডি৷ ইডি হেফাজত শেষ হওয়ার পর আদালতের নির্দেশেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজতে পাঠানো হয়েছে৷ প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ৷ আর অর্পিতা বন্দি রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে৷
advertisement
তদন্তে নেমে ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে একাধিক সম্পত্তির দলিলের খোঁজ পেয়েছে ইডি৷ অর্পিতার একাধিক এলআইসি-তে নমিনি হিসেবেও পার্থর নাম রয়েছে৷ এই সমস্ত বিষয়ে অর্পিতার থেকে তথ্য জানার চেষ্টা করতে পারে ইডি৷ আগামী ১৮ অগাস্ট ফের ইডি-র বিশেষ আদালতে পার্থ- অর্পিতাকে পেশ করার কথা৷ তার আগে অর্পিতার থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায়ের চেষ্টা করছে ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জেলে পার্থর কাছে পৌঁছে গেল ইডি, নতুন কোনও রহস্য! এমনকী ফাঁস করলেন অর্পিতা?
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement