TRENDING:

Coronavirus in Purba Bardhaman : এই মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেক ডাক্তার নার্স করোনা আক্রান্ত, পরিষেবা ঘিরে উদ্বেগ

Last Updated:

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬৫ জন ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হয়ে পড়েছেন (Covid19 infection in Bardhaman Medical College and Hospital)। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে পরিষেবা সামাল দেওয়া যথেষ্ট কঠিন হয়ে পড়বে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান : পূর্ব বর্ধমান জেলায় উদ্বেগজনক ভাবে ডাক্তার নার্সদের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে (Coronavirus in Purba Bardhaman)।  ইতিমধ্যেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬৫ জন ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হয়ে পড়েছেন (Covid19 infection in Bardhaman Medical College and Hospital)। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে পরিষেবা সামাল দেওয়া যথেষ্ট কঠিন হয়ে পড়বে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এমনিতেই করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো বাড়ানো হচ্ছে। সেখানে বাড়তি ডাক্তার-নার্সের প্রয়োজন হচ্ছে। ঠিক সেই সময় ডাক্তার এবং নার্সরা করোনা আক্রান্ত হয়ে পড়ায় আগামী দিনে পরিষেবা সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement

আরও পড়ুন : কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাশ টানতে সচেতনতা ও সতর্কতা ডায়মন্ড হারবারে

নতুন বছরের শুরু থেকেই পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। তখন থেকেই আক্রান্ত হচ্ছেন বর্ধমান মেডিকেলের চিকিৎসক নার্সরা। এদিন পর্যন্ত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের তিরিশ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে সাতজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তের সংখ্যায় চিকিৎসকদের পিছনে ফেলে দিয়েছেন নার্সরা। এ দিন পর্যন্ত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৫ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন।

advertisement

আরও পড়ুন : বর্ধমানে কারখানা গড়ে তৈরি হচ্ছিল কোটি কোটি টাকার হেরোইন! গ্রেফতার ৬

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোটা জেলায় ইতিমধ্যেই আক্রান্ত ডাক্তার ও নার্সের সংখ্যা একশো পার হয়ে গিয়েছে। প্রশাসনের অনেক কর্মী আধিকারিকও করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্সরা এভাবে করোনা আক্রান্ত হয়ে পড়ায় পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে পরবর্তী সময়ে সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকেই। কারণ জেলার সবচেয়ে বড় হাসপাতাল বর্ধমান মেডিক্যালই। সবচেয়ে বেশি রোগী এই হাসপাতালের ওপর নির্ভরশীল। তাই চিকিৎসক নার্সদের গ্লাভস, মাস্ক, পিপিই-সহ সবরকম সাবধানতা বজায় রেখে কাজ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে।

advertisement

আরও পড়ুন : বিধায়কের পদক্ষেপে জটিল অস্ত্রোপচার সুষ্ঠুভাবে, খুদে হাতের ফুলের তোড়ায় কৃতজ্ঞতা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বর্ধমান মেডিক্যালের মেডিসিন, নিউরোলজি, স্ত্রীরোগ ও প্রসূতি রোগ, চক্ষু, মেডিসিন ও অ্যানাস্থেশিয়া বিভাগের বেশ কয়েকজন চিকিৎসক ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। এই সব বিভাগের বেশ কয়েকজন নার্সও করোনা আক্রান্ত। তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরাও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তবে এখনও পর্যন্ত কোনও বিভাগে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তেমন কোনও সমস্যা তৈরি হয়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  এ দিন পর্যন্ত যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। সাত দিনের মধ্যেই তাঁরা কাজে ফিরবেন। তাই অযথা রোগী বা তার আত্মীয় পরিজনদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। হাসপাতালে সব পরিষেবা চালু রয়েছে। নিয়মিত অস্ত্রোপচারও হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coronavirus in Purba Bardhaman : এই মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেক ডাক্তার নার্স করোনা আক্রান্ত, পরিষেবা ঘিরে উদ্বেগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল