আগুনের গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস অতিমারির তৃতীয় ঢেউ (CoronaVirus)৷ সংক্রমণে রাশ টানতে কোভিড-বিধি (Covid19 rules) মেনে চলার উপর বার বার গুরুত্ব দিয়েছে প্রশাসন৷ যথাযথ মাস্ক পরা কোভিডবিধির অন্যতম গুরুত্বপূর্ণ আচরণ৷ এত ভয়াবহ অবস্থার পরও পথচলতি অনেককেই দেখা যাচ্ছে মাস্কহীন৷ শেষে ডায়মন্ড হারবারে প্রশাসনের উদ্যোগে মাস্ক শুধু হাতে হাতে বিলি করা নয়৷ মুখে পরিয়ে দেওয়া হল (Diamond Harbour mask distribution)৷ (ছবি-কমলিকা সেনগুপ্ত)
রাজ্যজুড়ে করোনার আকাশছোঁয়া গ্রাফের মধ্যে কিছুটা হলেও স্বস্তির ছবি ডায়মন্ড হারবারে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে কোভিড পজিটিভিটির হার গত কয়েক দিনে অনেকটাই কমেছে ৷ এই এলাকায় খোলা হয়েছে একাধিক কোভিড কন্ট্রোল কেন্দ্র৷ কোভিড পরিস্থিতিতে নিজের গোয়ায় প্রচারমূলক সফরও স্থগিত রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷