Birbhum Child : বিধায়কের পদক্ষেপে জটিল অস্ত্রোপচার সুষ্ঠুভাবে, খুদে হাতের ফুলের তোড়ায় কৃতজ্ঞতা
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Birbhum Child : আর্থিকভাবে দুর্বল বাবা মা উদ্বিগ্ন হয়ে পরে ছেলেকে নিয়ে দ্বারস্থ হন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহের কাছে (Labhpur MLA Abhijit Sinha) । সব কথা শোনেন তিনি
ময়ূরেশ্বর: বীরভূমের ময়ূরেশ্বরের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের মহিষা গ্রামের বাসিন্দা সোহম দাস । তার বয়স ৯ বছর , বাবা সঞ্জিত দাস ও মা সীমা দাস । ছোট্ট সোহম থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু । ২ বছর বয়স থেকে নিয়ম করে প্রতি মাসে ২ বার করে রক্ত লাগত তার । সোহমের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল ধীরে ধীরে । চিকিৎসক পরীক্ষা করে জানান স্প্লিন অপারেশন না করলে যে কোনও সময় প্রাণ সংশয় ঘটতে পারে তার (Birbhum Child) ।
আরও পড়ুন : বর্ধমানে কারখানা গড়ে তৈরি হচ্ছিল কোটি কোটি টাকার হেরোইন! গ্রেফতার ৬
ডাক্তারের এই কথা শুনে চিন্তায় মাথায় হাত সোহমের বাবা মায়ের । কোথা থেকে আসবে এত টাকা ? কী করে হবে সোহমের অপারেশন ? এই দুশ্চিন্তা বাড়তে থাকে তাদের মধ্যে । তাই আর্থিকভাবে দুর্বল বাবা মা উদ্বিগ্ন হয়ে পরে ছেলেকে নিয়ে দ্বারস্থ হন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহের কাছে (Labhpur MLA Abhijit Sinha) । সব কথা শোনেন তিনি । কলকাতার পিজি হাসপাতালে সোহমের অপারেশন এর ব্যবস্থা করে দেন তিনি । কলকাতায় আসা যাওয়া, ও থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ । তার পর একমাসের মধ্যে সফলভাবে অস্ত্রোপচার হয় সোহমের । সুস্থ হয়ে সোহম ফিরে আসে বাড়িতে ।
advertisement
আরও পড়ুন : কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাশ টানতে সচেতনতা ও সতর্কতা ডায়মন্ড হারবারে
ঠিক তার পরই সোমবার সোহম তার বাবা মায়ের সঙ্গে চলে আসে বিধায়ক অভিজিৎ সিংহকে কৃতজ্ঞতা জানানোর জন্য ওঁর বাড়িতে । সোহম তার নিজের ছোট্ট হাত দিয়ে বিধায়ককে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানায় । সোহমের বাবা সঞ্জিত দাস বলেন, ‘‘সোহম এখন পুরোপুরি সুস্থ আছে । তবে ডাক্তারের কথা শুনে সত্যিই অসহায় হয়ে পড়েছিলাম আমরা । কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কী করে আমাদের ছেলেকে বাঁচাব । তার পর আমরা পৌঁছই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহর কাছে । তিনি সব শুনে সাহায্যের হাত বাড়িয়ে দেন আমাদের । আর তাঁর সাহায্যে আজ সোহম একেবারে সুস্থ । তবে কীভাবে যে তাঁকে ধন্যবাদ দেব, সত্যিই বুঝে উঠতে পারছি না । আজ হয়তো তিনি না থাকলে আমাদের ছেলেকে আমরা ফিরে পেতাম না।’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2022 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Child : বিধায়কের পদক্ষেপে জটিল অস্ত্রোপচার সুষ্ঠুভাবে, খুদে হাতের ফুলের তোড়ায় কৃতজ্ঞতা