রবিবার বর্ধমানের অনাময় নার্সিংহোমের সামনে থেকে শিশুকন্যা চুরির পর বিভিন্ন থানায় পুলিশ নজরদারি শুরু করে। কাঁকসার বাঁসকোপা টোলপ্লাজায় সন্দেহভাজন দম্পতি ও তাদের শিশুকন্যাকে দেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেসময় তারা বাসে দুর্গাপুরে ভাড়া বাড়িতে ফিরছিল। তখনকার মতো পুলিশ তাদের ছেড়ে দিলেও সোমবার সকালে দুর্গাপুর থানার পুলিশের সহযোগিতায় বেনাচিতির সত্যজিৎ পল্লী থেকে দম্পতিকে আটক করে পুলিশ, উদ্ধার করা হয়েছে শিশুকন্যাও।
advertisement
আরও পড়ুন - Potty সিটে বসেই ভারি গলায় জোর বকা দু‘বছরের খুদের, কেঁদে ফেললেন বাবা, দেখুন Viral Video
আটক দম্পতির নাম পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বৈরাগ্য ও মনি বৈরাগ্য। এই পরিচয়ও সঠিক কিনা জানতে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। এরা দুর্গাপুরের বেনাচিতির সত্যজিৎ পল্লীতে মাত্র এক মাস আগে বাড়ি ভাড়া নিয়েছিল। এদের নিয়ে বর্ধমান রওনা দিয়েছে পুলিশ।
আরও দেখুন