TRENDING:

Corona in West Bengal: বর্ধমান শহরে শুরু গোষ্ঠী সংক্রমণ! ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Last Updated:

Corona in West Bengal: একদিনে আক্রান্ত ২৭৫, তৃতীয় ঢেউয়ের গোষ্ঠী সংক্রমণ শুরু বর্ধমান শহরে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: বর্ধমান শহরে করোনা তৃতীয় ঢেউ গোষ্ঠী সংক্রমণের (Corona in West Bengal) আকার নিয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করানো আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমানে নতুন করে  ২৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। শহরের সব এলাকাতেই দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সে কারণেই তা গোষ্ঠী সংক্রমণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই শহরে কয়েক দিন আগে থেকেই বিধি নিষেধ কড়াকড়ি করেছে প্রশাসন। তা সত্বেও সংক্রমণ লাগামছাড়া ভাবে বাড়তে থাকায় চিন্তিত স্বাস্থ্য দফতর।
বর্ধমানে মারাত্মক পরিস্থিতি
বর্ধমানে মারাত্মক পরিস্থিতি
advertisement

সোমবার বর্ধমান শহরে ১৮৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তার আগেরদিন আক্রান্ত হয়েছিলেন ২০২ জন। গত ২৪ ঘন্টায় ফের ২৭৫ জন করোনা আক্রান্ত হলেন। প্রতিদিনের আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে এই শহরে বিধি নিষেধ আরো কড়াকড়ি করা হয়েছে। এদিন থেকে টানা সাতদিন শহর ও শহর লাগোয়া এলাকার সমস্ত চায়ের দোকান, রাস্তার পাশের হোটেল, ফাস্টফুডের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। দোকান বাজার খোলা রাখার সময়সীমাও সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও বৃহস্পতি ও রবিবার শহরের সব দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। তা সত্ত্বেও সংক্রমণের লাগাম টানা না গেলে বিধি নিষেধ আরও কড়াকড়ি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে ইঙ্গিত মিলেছে।

advertisement

আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে মূর্তিমান আতঙ্ক, ভয়ে ঘরবন্দি চন্দ্রকোণা! কী হচ্ছে ওই এলাকায়?

কাটোয়া পুরসভা এলাকাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। মেমারি পৌরসভা এলাকায় চারজন করোনা আক্রান্ত হয়েছেন। দাঁইহাট পৌরসভা এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন দুজন। এছাড়া গুসকরা ও কালনা পৌরসভা এলাকায় একজন করে করোনা আক্রান্ত হয়েছেন।

advertisement

আরও পড়ুন: যোগ হল ফিল্টার, করোনা টিকার শংসাপত্র থেকে বাদ মোদির ছবি! তবে...

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জেলা প্রশাসন জানিয়েছে, শহর এলাকাগুলিতে বাসিন্দাদের সচেতন করতে নিয়মিত মাইকে প্রচার চালানো হচ্ছে। পুলিশ পৌরসভা প্রশাসন একসঙ্গে প্রচার চালাচ্ছে। বাসিন্দারা যাতে মাস্ক ব্যবহার করেন তা নিশ্চিত করতে বাড়তি তৎপর রয়েছে পুলিশ। বাজার এলাকাগুলিতে ভিড় কমাতে টহল দেওয়া হচ্ছে। তবুও বাসিন্দারা সচেতন না হওয়ায় করোনার সংক্রমণ ক্রমশ সহ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Corona in West Bengal: বর্ধমান শহরে শুরু গোষ্ঠী সংক্রমণ! ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল