Home /News /south-bengal /

West Bengal News: রাস্তায় দাঁড়িয়ে মূর্তিমান আতঙ্ক, ভয়ে ঘরবন্দি চন্দ্রকোণা! কী হচ্ছে ওই এলাকায়?

West Bengal News: রাস্তায় দাঁড়িয়ে মূর্তিমান আতঙ্ক, ভয়ে ঘরবন্দি চন্দ্রকোণা! কী হচ্ছে ওই এলাকায়?

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

West Bengal News: দিনের পর দিন ওই এলাকায় তান্ডব চালাচ্ছে ষাঁড়টি। গ্রামবাসীরা শত চেষ্টা করলেও বিফল হয় তারা।

 • Share this:

  #চন্দ্রকোণা: ষাঁড়ের তান্ডবে রাতের ঘুম উড়েছে চন্দ্রকোণার বাসিন্দাদের। এরই মধ্যে ষাঁড়ের গুঁতোয় আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে চন্দ্রকোণা থানার মল্লেশ্বর পুর এলাকার পড়াইমা, ভেলাইবনি গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে একটি ষাঁড়। যার জেরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

  দিনের পর দিন ওই এলাকায় তান্ডব চালাচ্ছে ষাঁড়টি। গ্রামবাসীরা শত চেষ্টা করলেও বিফল হয় তারা। ষাঁড় তাড়াতে পটকা থেকে শুরু করে মশাল কোন কিছুরই খামতি রাখেনি তাঁরা। তবুও গ্রাম ছাড়া হচ্ছে না এই ষাঁড়টি। এমনকি ষাঁড়ের গতিপথ পরিবর্তনের জন্য গ্রামের একাধিক জায়গায় দেওয়া হয়েছে বাঁশের বেড়া।

  আরও পড়ুন: শুক্রবার পর্যন্ত 'এই' জেলাগুলিতে বৃষ্টি, বাংলার আবহাওয়া নিয়ে দুশ্চিন্তার পারদ চড়ছে! যা হতে চলেছে...

  ষাঁড়ের তান্ডবে বাড়ি থেকে বের হতে পারছে না ওই এলাকার শতাধিক মানুষ জন। এমনকী ষাঁড়টি ওই এলাকার বেশ কয়েকজন বাসিন্দাকে আহত করেছে বলেও অভিযোগ উঠছে। কারও হাত - কারও বা পা, কেউ বা ড্রেনে-কেউ বা রাস্তায় একাধিক বার ওই ষাঁড়ের তান্ডবে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

  আরও পড়ুন: শীতের নানা অসুখ থেকে শিশু থাকবে সুরক্ষিত, প্রতিদিনের খাবারে রাখুন 'এই' জিনিসগুলি...

  পরে ওই এলাকার বাসিন্দারা ষাঁড়ের তান্ডব সহ্য না করতে পেরে বাড়ির ছাদে রান্নাবান্না খাওয়া-দাওয়া করছেন। ইতিমধ্যে গ্রামবাসীরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন, যাতে ওই ষাঁড়টিকে যত দ্রুত সম্ভব ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Paschim medinipur, West Bengal news

  পরবর্তী খবর