মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির পর বুধবার দিনভর মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গের জেলা গুলিতে (West Bengal Weather Update) । কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি সামান্য কমলেও আজও স্বাভাবিকের থেকে ৩° উপরে কলকাতার পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে মাত্র ৬.২ মিলিমিটার।
কলকাতাসহ রাজ্যজুড়ে আজও বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা। শিলা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের দু-একটি জেলায়। বৃহস্পতি ও শুক্রবার মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে।