পাঁচজনের টেস্ট করা হলে ইতিমধ্যে দুই জন পজেটিভ। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে পৌরসভার আইসোলেশন হোমে। পাশাপাশি অশোকনগর গোলবাজার, স্টেশন বাজার এবং কল্যাণগড় বাজার সহ মোট চার জায়গায় মাস্ক-বিহীনদের পুলিশি ধরপাকড়। আর ধরেই করা হচ্ছে কোভিড টেস্ট। পজিটিভ রিপোর্ট এলে পাঠানো হচ্ছে আইসোলেশন হোমে।
আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ কি থাকবে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সামনের দুই সপ্তাহ
advertisement
এদিকে, কলকাতা শহরবাসীকে মাস্ক পরাতে নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা ৷ শুরু হয়েছে নয়া ইভেন্ট 'কলকাতা মাস্ক আপ চ্যালেঞ্জ' ৷ মেয়র ফিরহাদ হাকিম এই ইভেন্টের ঘোষণা করেছেন৷ রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মাঝে অসচেতন মানুষদের মাস্ক পরাতে এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‘শহরবাসীর মধ্যে মাস্ক না পরার প্রবণতা রয়েছে অনেক আগে থেকেই৷ বারবার সতর্ক করেও কাজ হচ্ছে না ৷ তাই সাধারণ মানুষকে মাস্ক পরতে উৎসাহ দেওয়ার জন্য নতুন উদ্যোগ নেওয়া হল৷'' তিনি জানিয়েছেন, মাস্ক পরে পৌরসভার ফেসবুক পেজে ছবি আপলোড করতে হবে। তারপর সেই ছবি বাছাই করবেন মেয়র। বাছাই করাদের পুরস্কৃত করা হবে ৷ এমনকী মেয়রের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও পাবেন তাঁরা । ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ‘‘রাস্তায় বের হলে সবসময় মাস্ক পরছে, এমন লোককে কলকাতা পুলিশের ক্যামেরাতেও চিহ্নিত করে পুরস্কার দেওয়া হবে।''