Mukul Roy: মুকুল রায়ের বিধায়ক পদ কি থাকবে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সামনের দুই সপ্তাহ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mukul Roy: আদালতের পর্যবেক্ষণ, আশা করা হচ্ছে এই দুই সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার মুকুল রায়ের বিধায়ক পদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
#নয়াদিল্লি: আদৌ কি বিধায়ক পদে থাকতে পারবেন মুকুল রায় (Mukul Roy)? এবার এই নিয়ে রাজ্য বিধানসভার স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাঁর বিধায়ক পদের বৈধতা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। এরই মধ্যে BJP ছেড়ে TMC-তে যোগ দেওয়া মুকুল রায়ের বিধায়ক পদের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার শুনানি আরও দু-সপ্তাহ পিছিয়ে দিল শীর্ষ আদালত।
আদালতের পর্যবেক্ষণ, আশা করা হচ্ছে এই দুই সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার মুকুল রায়ের বিধায়ক পদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও তৃণমূলে নয়, তিনি বিজেপিতেই রয়েছেন বলে দাবি করেছেন মুকুল রায়। শুধু তাই নয়, আদৌ কোনওদিনই নাকি তিনি তৃণমূলে যোগই দেননি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী মারফত লিখিত ভাবে এমনটাই জানিয়েছেন মুকুল। তাঁর এহেন দাবি ঘিরে কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে।
advertisement
advertisement
গত বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরেই দল ছাড়েন সপুত্র মুকুল রায়। একেবারে ছেলেকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। আর এরপরেই তাঁর বিধায়ক পদ কেন খারিজ হবে না, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। দলবিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
আর তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এই বিতর্কের মধ্যেই মুকুলকে পিএসসি চেয়ারম্যান হিসাবেও নিয়োগ করা হয়। যা ওই বিতর্ককে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে। মুকুল রায়কে কীসের ভিত্তিতে পিএসসি চেয়ারম্যান করা হল, তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। কিন্তু এখন মুকুল রায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি বিধানসভার অধ্যক্ষ। বরং মুকুল তাঁর কাছে পাঠানো চিঠিতেই দাবি করেছেন, তিনি তৃণমূলে যোগই দেননি। এই পরিস্থিতিতে বিজেপি তাকিয়ে আদালতের নির্দেশের দিকে। আপাতত সেই শুনানি দুই সপ্তাহ পিছিয়ে গেল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 17, 2022 1:07 PM IST