TRENDING:

Coromandel Train Accident: করমণ্ডল দুর্ঘটনার তদন্ত শুরু, খড়গপুরে শুরু জিজ্ঞাসাবাদ! মারাত্মক তথ্য মিলবে?

Last Updated:

Coromandel Train Accident: বালাসোর ট্রেন দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত শুরু করল। খড়গপুরে চলে রেলের সিগন্যালিং, স্টাফ, কর্মীদের ৬ জনকে জিজ্ঞাসাবাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পিতা হাজরা, কলকাতা: বালাসোরে ট্রেন দুর্ঘটনায় খড়গপুরে কমিশনার অফ রেলওয়ে  সেফটি (সিআরএস)  রেলের স্টাফ ও কর্মীদের বয়ান রেকর্ড করল। প্রায় পাঁচ – ছয় জনকে চলে জিজ্ঞাসাবাদ। সোমবার খড়্গপুরে প্রায় চার ঘন্টা সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন। খড়্গপুরে সিস্টেম টেকনিক্যাল স্কুলে চলে জিজ্ঞাসাবাদ। সকাল ৯ টা থেকে শুরু হয়  জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড। রেলের  স্টাফ, কর্মী ও যারা ডিউটিতে ছিলেন তাঁদের বয়ান রেকর্ড করা চলছে।
দুর্ঘটনার তদন্ত শুরু
দুর্ঘটনার তদন্ত শুরু
advertisement

প্রত্যক্ষদর্শীদের বয়ান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রেলের স্টাফ ডিউটি রোস্টার কার কখন ডিউটি ছিল সেগুলো খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS ) এ. এম চৌধুরী জিজ্ঞাসাবাদ করেন । ভিতরে ৪-৫ টি টেবল ডেস্ক করা হয়েছে। বাইরে পরিচয়পত্র দেখিয়ে ভিতরে অফিসার দের সামনে ও CRS এর সামনে চলছে জিজ্ঞাসাবাদ।  নেওয়া হয় বয়ান।

advertisement

আরও পড়ুন: ‘পৌঁছে ফোন দিও’, বাড়ির অমতে বিয়ে রোহিত-সুনীতার, অভিশপ্ত ট্রেনে শেষ সংসারের স্বপ্ন

CRS আজ ও আগামিকাল খড়গপুরে জিজ্ঞাসাবাদ করে জানবে কী ঘটেছিল, কার কী ভূমিকা ছিল দুর্ঘটনার সময়ে কে কোথায় ছিলেন। এরপর CRS একটি প্রাইমারি ওপিনিয়ন রিপোর্ট বা প্রাইমারি ইনভেস্টিগেশন তথ্য দেবে। সিআরএস এ. এম চৌধুরী জানান, “5-6 জনকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাদের আরও ২-৩ দিন সময় লাগবে জিজ্ঞাসাবাদ চলছে। সিগন্যালিং-ইন্টারলকিং যারা ছিল তাদেরকেও ডাকা হয়েছে।

advertisement

আরও পড়ুন: স্বামীকে হারালেন সবে, এবার ছেলেও চলে গেল ট্রেন দুর্ঘটনায়! অর্চনার জীবনে রইল না কিছু

রেলের গার্ড, স্টাফ কর্মীদের বয়ান নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তাদের ডাকা হয়েছে। আমরা রেল বোর্ডকে রিপোর্ট দেব।  সিবিআইয়ের পাশাপাশি তদন্ত তাঁদের মতো করতে পারে। আমাদের সঙ্গে তাঁদের কোনো বিষয় নেই। আমরা রেল বোর্ডকে রিপোর্ট দেব।” পাশাপাশি সিবিআই এফআইআর করে তদন্ত শুরু করবে। সিবিআই ঘটনাস্থলে যাবে। কারণ কেন্দ্রীয় মন্ত্রী সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

খুব দ্রুত সিবিআই যাবে ঘটনাস্থলে পরিদর্শন করতে। সব মিলে বলা যায় রেলের দুর্ঘটনার পিছনে কার কী ভূমিকা কার কোথায় গাফিলতি সেসব বিস্তারিত রিপোর্ট সিআরএস দেবে রেল বোর্ডকে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coromandel Train Accident: করমণ্ডল দুর্ঘটনার তদন্ত শুরু, খড়গপুরে শুরু জিজ্ঞাসাবাদ! মারাত্মক তথ্য মিলবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল