TRENDING:

Suri Bank: যাত্রা শুরু স্বাধীনতারও আগে, ৮৮ বছর ধরে নিরলস পরিষেবা দিয়ে কেন্দ্রের কাছে পুরস্কৃত সিউড়ির এই সমবায় ব্যাঙ্ক

Last Updated:

Suri Bank:জাতীয় কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস ফেডারেশনের পক্ষ থেকে বীরভূম কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে সম্মান জানালো হলো । গ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি : অবিভক্ত বাংলার অন্যতম প্রথম ব্যাঙ্ক বীরভূমের সিউড়িতে , তারপর থেকে ৮৮ বছরের অবিরাম পরিষেবা ৷ আর সেই জন্যই জাতীয় কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস ফেডারেশনের পক্ষ থেকে বীরভূম কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে সম্মান জানালো হলো । গত ১৬  জুলাই  নয়াদিল্লিতে জাতীয় কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস ফেডারেশনের একটি জাতীয় স্তরের একটি অনুষ্ঠানে এই ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
বিশেষ ফলক দেওয়া হল এই ব্যাঙ্ককে
বিশেষ ফলক দেওয়া হল এই ব্যাঙ্ককে
advertisement

বিশেষ ফলক দেওয়া হল এই ব্যাঙ্ককে , প্রায় সাড়ে ১০ কোটি টাকার অনাদায়ী ঋণের বোঝা থাকা স্বত্ত্বেও রুগ্ন এই ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নতুন এই পালক জ্বলজ্বল করতে শুরু করল ভারতবর্ষের মধ্যে  জাতীয় স্তরে৷ এই সম্মান পাওয়ায় খুশি ব্যাঙ্কের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা, খুশি গ্রাহকরাও। ওই ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এই ব্যাঙ্ক প্রতিষ্ঠা থেকে এখনও পর্যন্ত অনেক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। ১৯৩৪ সালে ৫ নভেম্বর এই ব্যাঙ্কের প্রতিষ্ঠা হয়।

advertisement

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৫ সালের ১ এপ্রিল৷ অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের যাত্রা শুরু আগে ব্যাঙ্ক হিসেবে কাজ শুরু করেছিল এই ব্যাঙ্ক, অবিভক্ত বাংলার গ্রাহকদের নিয়ে । সেই সময় ব্যাঙ্কের নাম ছিল কোঅপারেটিভ ল্যান্ড মর্টগেজ ব্যাঙ্ক অর্থাৎ জমিদার অথবা চড়া সুদে ঋণদানকারীদের হাত থেকে সাধারণ মানুষকে ও কৃষককে রক্ষার্থে এই ব্যাঙ্কের স্থাপন হয় । যাতে মানুষ ন্যায্য সুদে ঋণ নিতে পারেন ।

advertisement

আরও পড়ুন : ছুটির বিকেলে দিঘার সৈকতে জীবন্ত ডলফিন, পর্যটকদের মধ্যে সেলফি তোলার হিড়িক

এর পর সত্তরের দশকে ওই ব্যাঙ্কের নাম পরিবর্তন হয়ে হয় বীরভূম কো-অপারেটিভ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক । ১৯৯৪ সালে নাম হয় বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক । ব্যাঙ্কের আধিকারিকদের থেকে জানা গিয়েছে , ওই ব্যাঙ্কে চারটি বিভাগে ঋণ দেওয়া হয়ে থাকে । সেই তালিকায় রয়েছে কৃষি ও কৃষি সংক্রান্ত , ক্ষুদ্র শিল্প , বাড়ির জন্য এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ঋণ । বর্তমানে ওই ব্যাঙ্কে প্রায় ১০ হাজার গ্রাহক রয়েছেন । ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে , গত ৮৮ বছর ধরে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়া হলেও , বর্তমানে ব্যাঙ্ক লোকসানে চলছে । কারণ ব্যাঙ্কের অনাদায়ী ঋণের পরিমাণ অনেকাংশে বেড়ে গিয়েছে ।

advertisement

আরও পড়ুন : মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার মেয়ে

তবে কর্মীদের দাবি , ধীরে ধীরে সেই টাকা পুনরুদ্ধার করা হচ্ছে । তবে এর মাঝে এই সম্মান পাওয়ার খবরে খুশি সকলে । বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ডিরেক্টর শেখ মোস্তাক হোসেন বলেন, " ৮৮ বছর ধরে আমাদের ব্যাঙ্ক পরিষেবা দিয়ে যাচ্ছে । প্রথমে এই ব্যাঙ্কের নাম কোঅপারেটিভ ল্যান্ড মর্টগেজ ব্যাঙ্ক থাকলেও পরবর্তীতে ১৯৯৪ সালে তার নাম পরিবর্তন হয়ে হয় বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক । তার পরও আমাদের ব্যাঙ্ক গ্রাহকদের পরিষেবা দিয়ে চলেছে । এমনকি মহিলাদের স্বনির্ভর হতেও এই ব্যাঙ্ক অনেক সহায়তা করেছে । ব্যাঙ্কের এই পুরস্কার পাওয়ায় খুশি আমরা সকলেই । "

advertisement

বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের চেয়ারম্যান শ্যামল কুমার ঘোষ বলেন , " ৮৮ বছর নিরলস পরিষেবা দেওয়ার জন্য যে পুরস্কার আমরা কেন্দ্র থেকে পেয়েছি তাতে অবশ্যই আমরা খুশি । কিন্তু আমাদের ব্যাঙ্কের এই দুরবস্থা দেখে মাননীয়া মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন সেরকম প্যাকেজ যদি কেন্দ্রও ঘোষণা করতো তবে আরও ভাল হতো।’’

আরও পড়ুন : স্কুলে সিগারেট খেয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী, ছবি ভাইরাল হতেই নিল চরম সিদ্ধান্ত

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সি ই ও নইমুর রহমান বলেন,  ‘‘এই পুরস্কারে অবশ্যই খুশি আমরা । তবে এই ব্যাঙ্কের যে ঐতিহ্য তা আগামী ৫ বছরের মধ্যে আমরা ফিরিয়ে নিয়ে আসব।’’ বীরভূম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের একজন গ্রাহক প্রভাত গোস্বামী বলেন, ‘‘এই ব্যাঙ্কের অনেক পুরনো গ্রাহক আমি । এখান থেকেই ঋণ নিয়ে আমার চাষের কাজ চলছে । এই ব্যাঙ্ক পুরস্কার পাওয়ায় বেশ ভাল লাগছে।’’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suri Bank: যাত্রা শুরু স্বাধীনতারও আগে, ৮৮ বছর ধরে নিরলস পরিষেবা দিয়ে কেন্দ্রের কাছে পুরস্কৃত সিউড়ির এই সমবায় ব্যাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল