অভিনব আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় কনভোকেশন অনুষ্ঠানে কৃতিদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও মেডেল। পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পড়ুয়াদের সমাজ, দেশ এবং সারা পৃথিবীর জন্য এগিয়ে আসার বার্তা দেন। যা ছাত্রছাত্রীদের কাছে আগামী ভবিষ্যৎ জীবনে এক নতুন দিশা দেখাবে।
আরও পড়ুন: ডেঙ্গিতে ১২ বছরের কিশোরের মৃত্যু, তীব্র আতঙ্ক মেদিনীপুরে
advertisement
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় তৃতীয় কনভোকেশন অনুষ্ঠান। এদিন প্রতিটি বিষয়ের কৃতিদের সংবর্ধনা, শংসাপত্র প্রদান করেন উপস্থিত গুণীজনেরা। শুধু তাই নয়, পিএইচডি ডিগ্রিধারীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননার শংসাপত্র। প্রসঙ্গত মেদিনীপুর শহরে রাজ প্যালেসে মহিলাদের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বেশ অনেক বছর আগে শুরু হয় মহাবিদ্যালয়।
ধীরে ধীরে আজ মহিরুহে পরিণত হচ্ছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। এবার তৃতীয় কনভোকেশনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উজ্জ্বল কামনা এবং সমাজের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
রঞ্জন চন্দ