TRENDING:

Viswakarma Puja 2024: উৎসবের আমেজ ম্লান, তার ওপর বিষফোঁড়া একনাগাড়ে বৃষ্টি! বিশ্বকর্মা পুজোর বাজারে ভরাডুবি

Last Updated:

Vishwakarma Puja 2024: দুর্গাপুজোর আগে থেকেই চিন্তা বেড়ে গেল মৃৎশিল্পীদের। আসানসোলের মহিষীলার কুমোর পাড়ায় চিন্তিত শিল্পীরা। কারণ বিশ্বকর্মা পুজোর আগে চাহিদা নেই প্রতিমার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসনসোল: দুর্গাপুজোর আগে থেকেই চিন্তা বেড়ে গেল মৃৎশিল্পীদের। আসানসোলের মহিষীলার কুমোর পাড়ায় চিন্তিত শিল্পীরা। কারণ বিশ্বকর্মা পুজোর আগে চাহিদা নেই প্রতিমার। শিল্পীরা দাবি করছেন প্রথমত, আরজি কর কান্ডের প্রত্যক্ষ প্রভাব পড়েছে পুজোর বাজারে। যে কারণে একেবারেই কম সংখ্যায় পাওয়া গিয়েছে প্রতিমার অর্ডার। তার ওপর বিগত কয়েকদিনে একনাগাড়ে বৃষ্টিপাত বিপদ আরও বাড়িয়ে দিল।
advertisement

তারা বলছেন,নিম্নচাপের জেরে বিশ্বকর্মা পুজোর আগে টানা বৃষ্টিপাত সমস্যায় ফেলে দিয়েছে শিল্পীদের। মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ করতে গিয়ে আসানসোলের কুমোর পাড়ার শিল্পীদের রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে। তারা বলছেন,কিভাবে প্রতিমা তৈরির কাজ শেষ করবেন, তা বুঝে উঠতে পারছেন না। শিল্পীরা বলছেন, এমনিতেই চাহিদা কম। তার উপর নিম্নচাপের বৃষ্টি আরও সমস্যা বাড়িয়েছে।

advertisement

অন্যদিকে তারা বলছেন, আর জি কর কাণ্ডের প্রভাবে বাজারে মন্দা রয়েছে। যতটা পরিমান প্রতিমা বিক্রি হওয়ার কথা, ততটা হয়নি। অর্ডারও চলতি বছরে অনেকটা কম এসেছে বলেই জানিয়েছেন শিল্পীরা। বাজার মার খাওয়ার আশঙ্কা রয়েছে শিল্পীদের। তবুও তারা কিছুটা আশা নিয়ে নিজেদের ওয়ার্কশপে মূর্তি তৈরি করে রাখছিলেন। কিন্তু তীরে এসে তরী ডুবিয়েছে নিম্নচাপের টানা বৃষ্টি।

advertisement

আরও পড়ুনঃ Indian Railways: রেলের বোর্ডে W/L বা W/B লেখা থাকে, এর অর্থ কি জানেন?

View More

উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুরে বিশ্বকর্মা পুজো উপলক্ষে থাকে আলাদা উৎসবের মেজাজ। আগের থেকে জৌলুস কিছুটা কমেছে ঠিকই। তবে এখনও বিশ্বকর্মা পুজোয় গোটা জেলা উৎসব মুখর হয়ে ওঠে। কিন্তু চলতি বছরে আরজি কর কান্ডের প্রভাবে পুজোর বাজারে মন্দা দেখা দিয়েছে। তার ওপর বিগত তিন, চার দিনের টানা বৃষ্টিতে বিশ্বকর্মার পুজোর বাজারে ভরাডুবি হল বলেই মনে করছেন শিল্পীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নরনারায়ণ সেবা থেকে কম্বল-মশারি বিতরণ, শতাব্দী প্রাচীন 'এই' শ্যামা পুজোয় জমজমাট আয়োজন
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viswakarma Puja 2024: উৎসবের আমেজ ম্লান, তার ওপর বিষফোঁড়া একনাগাড়ে বৃষ্টি! বিশ্বকর্মা পুজোর বাজারে ভরাডুবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল