তারা বলছেন,নিম্নচাপের জেরে বিশ্বকর্মা পুজোর আগে টানা বৃষ্টিপাত সমস্যায় ফেলে দিয়েছে শিল্পীদের। মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ করতে গিয়ে আসানসোলের কুমোর পাড়ার শিল্পীদের রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে। তারা বলছেন,কিভাবে প্রতিমা তৈরির কাজ শেষ করবেন, তা বুঝে উঠতে পারছেন না। শিল্পীরা বলছেন, এমনিতেই চাহিদা কম। তার উপর নিম্নচাপের বৃষ্টি আরও সমস্যা বাড়িয়েছে।
advertisement
অন্যদিকে তারা বলছেন, আর জি কর কাণ্ডের প্রভাবে বাজারে মন্দা রয়েছে। যতটা পরিমান প্রতিমা বিক্রি হওয়ার কথা, ততটা হয়নি। অর্ডারও চলতি বছরে অনেকটা কম এসেছে বলেই জানিয়েছেন শিল্পীরা। বাজার মার খাওয়ার আশঙ্কা রয়েছে শিল্পীদের। তবুও তারা কিছুটা আশা নিয়ে নিজেদের ওয়ার্কশপে মূর্তি তৈরি করে রাখছিলেন। কিন্তু তীরে এসে তরী ডুবিয়েছে নিম্নচাপের টানা বৃষ্টি।
আরও পড়ুনঃ Indian Railways: রেলের বোর্ডে W/L বা W/B লেখা থাকে, এর অর্থ কি জানেন?
উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুরে বিশ্বকর্মা পুজো উপলক্ষে থাকে আলাদা উৎসবের মেজাজ। আগের থেকে জৌলুস কিছুটা কমেছে ঠিকই। তবে এখনও বিশ্বকর্মা পুজোয় গোটা জেলা উৎসব মুখর হয়ে ওঠে। কিন্তু চলতি বছরে আরজি কর কান্ডের প্রভাবে পুজোর বাজারে মন্দা দেখা দিয়েছে। তার ওপর বিগত তিন, চার দিনের টানা বৃষ্টিতে বিশ্বকর্মার পুজোর বাজারে ভরাডুবি হল বলেই মনে করছেন শিল্পীরা।
নয়ন ঘোষ