ইন্ডিয়ান যোগা ফেডারেশনের উদ্যোগে ঝাড়খণ্ডের ধানবাদে ৪৩তম ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হয় চলতি ডিসেম্বর মাসের ২৮,২৯ ও ৩০ তারিখ ৩ দিন ধরে। ৪০ থেকে ৫০ বছর বয়সের মহিলা বিভাগে শর্মিষ্ঠা দত্ত প্রথম এবং পুরুষ বিভাগে বিমান সাহা তৃতীয় হয়। তাঁদের এই জয়ের পরে উচ্ছ্বাস ঝাড়গ্রামবাসীর চোখে মুখে।
প্রথম স্থান অধিকারকারী শর্মিষ্ঠা দত্ত এবং তৃতীয় স্থান অধিকারকারী বিমান সাহাকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানও হয়। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুকমল চন্দ্র ওরফে টন দা বলেন,”দিনের পর দিন আমাদের ঝাড়গ্রামে যোগাসনের চর্চা বাড়ছে। মানুষ নিজের মন ও শরীরকে সুস্থ রাখতে যোগাসনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং এই যোগাসনের হাত ধরেই ঝাড়গ্রামের নাম আলোকিত হচ্ছে সব জায়গায়”।
advertisement
আরও পড়ুনঃ Royal Bengal Tiger: এখন কোথায় রয়েছে কুলতুলির রয়্যাল বেঙ্গল টাইগার! আতঙ্কের প্রহর গুনছে গ্রামবাসীরা
জাতীয় স্তরে স্বর্ণপদক জয়লাভকারী প্রতিষ্ঠা দত্ত এবং ব্রোঞ্জ পদক জয় লাভ কারি বিমান সাহাকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। মন্ত্রী বলেন ,” তাঁদের দু’জনকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আগামীদিনে তাঁরা যোগাসনে আরও এগিয়ে যাক। আমি সব সময় তাঁদের পাশে রয়েছি”।
বুদ্ধদেব বেরা