Royal Bengal Tiger: এখন কোথায় রয়েছে কুলতুলির রয়্যাল বেঙ্গল টাইগার! আতঙ্কের প্রহর গুনছে গ্রামবাসীরা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Royal Bengal Tiger: বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না কুলতলি মৈপীঠের মানুষের। সোমবারের পর মঙ্গলবার ও আবার বাঘের আতঙ্কে সুন্দরবনের কুলতলি বিধানসভার মৈপীঠ উপকূল থানার উওর ও দক্ষিন বৈকুন্ঠপুর এলাকার বাসিন্দারা।
কুলতলি: বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না কুলতলি মৈপীঠের মানুষের। সোমবারের পর মঙ্গলবার ও আবার বাঘের আতঙ্কে সুন্দরবনের কুলতলি বিধানসভার মৈপীঠ উপকূল থানার উওর ও দক্ষিন বৈকুন্ঠপুর এলাকার বাসিন্দারা। শীতের শুরু থেকেই অনবরত লোকালয়ে বাঘের হানা দেখা যাচ্ছে সুন্দরবনের কুলতলি ও মৈপীঠের বিভিন্ন এলাকায়। বাঘের আতঙ্কে এখনো আতঙ্কিত গোটা মৈপীঠ।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ উপকূল থানার এলাকায় গত শুক্রবারের পর আবারও বাঘ দেখলেন স্থানীয় এক মৎস্যজীবি সোমবার। এইভাবে বারবার লোকালয়ে বাঘে আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। সোমবার সারারাত আগুন জালিয়ে গ্রাম পাহারায় ছিল গ্রামবাসীরা,বন কর্মীরা ও টাইগার টিমের কর্মীরা। ইতিমধ্যে সোমবার থেকে নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ করছে বন কর্মীরা।
advertisement
সোমবার দক্ষিণ বৈকুন্ঠপুরে বাঘের আনাগোনার পর মঙ্গলবার সেখান থেকে ২ কিমি দূরে উওর বৈকুন্ঠপুরে মাকড়া নদী লাগোয়া এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পেলেন গ্রামবাসীরা। আর তার পরেই আতঙ্কিত এলাকার মানুষ। এদিন বনকর্মীরা ফাঁকা থাকা এলাকায় আবার নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে।
advertisement
advertisement
এদিন বন কর্মীরা জানান,বাঘটি ক্ষুধার্ত থাকায় জঙ্গল থেকে লোকালয়ের দিকে চলে আসে সোমবার। মঙ্গলবারও তাঁর উপস্থিতি বোঝা যাচ্ছে দক্ষিণ বৈকন্ঠপুরের পরে উত্তর বৈকন্ঠপুর এলাকায়। তবে আমরা তৎপর আছি। বাঘটিকে ধরবার সবরকং প্রচেষ্টা চালানো হচ্ছে।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2025 5:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger: এখন কোথায় রয়েছে কুলতুলির রয়্যাল বেঙ্গল টাইগার! আতঙ্কের প্রহর গুনছে গ্রামবাসীরা